তোমার চোখে চোখ রেখে স্বপ্নের উড়ান শুরু...
সবুজের সীমা ছাড়িয়ে মেঠোপথে এক অজানায়,
বর্ণালীর সাত রঙে ক্লান্ত চোখ-মুখে মাখি স্বস্তি...
শব্দহীন আপোষে প্রেমের সম্মতি পেয়ে একাকী নিরালায় |

বর্ণালী তোমার হাতে হাত রেখে জমাই প্রতিশ্রুতি...
সব ঝড়-ঝাপটা সামলেও তোমার কাছে থেকে যাবার ,
প্রয়োজনে মৃত্যুকেও জয় করে আমি সাজি মৃত্যুঞ্জয়...
চিতাভস্ম গায়ে মেখে সতীর সাথে পুড়েও অমরত্ব পাই বারবার |

বর্ণালী তোমার মনে মন রেখে আঁকি সুখের ছবি...
ক্যানভাসে ফিঁকে রংও ছড়ায় দ়্যুতি দেখে তোমার হাসিমাখা মুখ,
জীবনের শেষ প্রহরে পৌঁছে গিয়েও পাশে যখন তুমি...
তোমার ছোঁয়ায় আমার সব ব্যাধি খুঁজে পায় নিখাদ প্রণয় সুখ |