ব্যালকনি জুড়ে ইচ্ছে আঁকা যায় যখন তখন,
ভালোবাসা হাওয়ায় উড়ে কারণে অকারণ |
যেদিকে চোখ যায় দূরে শুধু সবুজের মেলা,
কলকল শব্দ কানে আসে ঝরনার উদ্দাম খেলা |
অভিমানী দিন গুনি অবসরে নিছক অবহেলা,
মনের নদীতে দিব্যি ভাসে তবু জীবনের ভেলা |
বহুদূর হতে পাহাড়ী কন্যার সুর ভাসে আকাশে-বাতাসে,
ছন্নছাড়া জুমের গন্ধ কখনো হাওয়ার তোপে ভাসে |
চারিদিকে উঁচু উঁচু রঙিন কতো দালানের ভিড়,
তবু অবাধ মন ভালোবাসে হঠাৎ দেখা ছোট্ট কুটির |
অবাধ্য শাওনে মেঘের ঘনঘটা বিশাল দিগন্ত জুড়ে,
কুয়াশার চাদরে ঘেরা রিবয় মায়াবিনী ঘুম ভাঙ্গা ভোরে |
সারাদিন জুড়ে ওমিয়াম হ্রদ বয় অজানা সংগমের খোঁজে,
পাখিদের গান হাজার বছর ধরে শুধু প্রেমিকরাই বুঝে |
গাছগুলো নীরবে দাঁড়িয়ে খুশি ব্যালকনিতে আমায় পেয়ে,
আমিও সম্মতি জানাই নির্বাক বন্ধুত্বের অবাক চোখে চেয়ে...