দোতলা বাড়ির সামনের খালি ব্যালকনি,
আজও কেমন ছন্নছাড়া হয়তো তোমার অভাবে |
রোদ্দুরে বড্ড হেয়ালী সাদামাটা সকালে... সাদাসিধে আমিও বেখেয়ালী, পরিণত উদাসীন স্বভাবে |
চুরুটের টানে ভরাই চুপসানো ফুসফুস,
কেটে যায় কতযুগ এমনিভাবে,
তোমার ফেরার প্রহর গুনে |
ফেরার প্রতীক্ষা সময়ের অপচয় বুঝি...
তখনই ঘোর ভাঙ্গে আগন্তুকের আগমনে,
দরজায় কলিংবেলের শব্দ শুনে।