আমি অনন্তের পথে চলতে চেয়ে,
পাড়ি দিয়েছি দেশদেশান্তর,
কত স্বপ্নের তারে বুনা...
অলীক কল্পকথার দেশে |
যেথা নেই গো দুঃখ,নেই গো কান্না,
আছে শুধু খুশি অফুরান
সেথা ঘুরেছি সুখথলি কাঁধে
আমি যুগান্তরে যুগপুরুষের বেশে |
সময় ছিল আমার গোলাম,
বেঁধে রেখেছিলাম সূর্য চন্দ্রকে ঠায়..
আটকে ছিলাম নদীর স্রোতপ্রবাহ,
আমার তীব্র পৌরুষের বলে |
হঠাৎ চোখ জুড়ালো হিমালয়ে,
শুভ্র বরফ আর সাগর আকাশের সীমায়,
মুগ্ধ হয়ে মুক্তি দিলাম আটকানো সময়,
সূর্য ছড়াল আলো নদী হারাল সাগরের নীলে |
তন্দ্রা ছাড়তেই সব বোধ হল,
আমার পৃথিবী ছেড়ে আমি,
ছিলাম এতকাল সব পেয়েছির রাজ্যে,
ভবঘুরে আপন মনের রাজার সাজে |
আনন্দের অনন্ত পথে চলতে চলতে...
পাছে না হারায় আমার বাস্তব
জীবন নদীর সত্যিকারের খেই...
সেই ভয়ে আবার ফিরলাম মাটির পৃথিবী মাঝে |