রাখিনা প্রতিদানের আশা শুধু বিরহস্মৃতির জাল বুনি,
আগেও ছিল ধূসর এখনও আছে আমার একলা আগমনী |
ভেলায় ভেলায় ভেসে বারবেলা এলে যদি মনু নদীর তীরে,
কখনো হারাল দু-চোখের নোনাজল ঝরে পড়া বৃষ্টির ভিড়ে |
কোনো একদিন বিকেলে কেটেছে সময় আনন্দে যমুনার গা ঘেঁষে,
কৃষ্ণবেশে সেজেছিল প্রেম ময়ূরপুচ্ছের আড়ালে পরস্ত্রীর বেশে |
পরেও প্রেম হয়েছে জয়ী লখিন্দর নেপথ্যে রেখে বেহুলা রূপে...
সেদিন থেকেই দিলাম মন প্রাণ তোমার হাতে চিরতরে সঁপে |
তখনও পেতেছি কান হিমালয়ের বুকে যদি তাও তোমার কন্ঠ শুনি....
সেদিনও ছিল ফ্যাকাশে আকাশে মলিন আমার একলা আগমনী |
যুগ যুগের প্রেম করে বুক চাপা আর্তনাদ অমরত্বের আশায়,
পড়ে চাপা সে চিৎকার কালচক্রে প্রেম -জেহাদের ভাষায় |
যতকাল ছিলে মহামায়া বেশে ততকাল আমি শিব,
যোগী হয়েও চরণ বক্ষে পেতে হয়েছিলাম উদগ্রীব |
প্রেম যখন উচ্চ শিখরে তখন মনে হল নুপুরের শব্দে জগতের প্রতি দায়...
বিষ্ণুপ্রিয়া ঘরে একলা রেখে অজানার পথে নিমাই নিল বিদায় |
সেখান থেকে ফের চলা প্রেমের খুঁজে পাহাড়- নদী-তেপান্তরে,
চাপা পড়েছিল সেদিন প্রেম রাজ আদেশে নির্দয় তাজের পাথরে |
বহুযুগের কালপুরুষ হয়ে খুঁজেছি প্রেমের গভীর সিন্ধু খনি,
তবু ধরা দিয়েও রইল অধরা আমার সুখের আগমনী |
(প্রকাশিত- ম্যাগাজিন)