আজো আছি তোমার প্রতিক্ষায়-
জীবনের প্রথম প্রেম তোমার অপেক্ষায়,
নূতন প্রেম নতুনের মাঝে দৃঢ়তায়।
পুরন প্রেম যে কতো আশায় অসহায়-
সে জগৎ বিরহীর কথা কি করে বোঝায়,
মনে যদি ঝড় আসে অন্তরে কেঁদে ভাসায়।

হৃদয় দিয়ে প্রেম গেঁথেছে অন্তোরে-
প্রেম চিত্তের কল্পনা এঁকেছে জীবনে,
ভালোবাসার মালা ত্রাণ রেখেছে প্রানে।
যদি দূরে যাও প্রেম রেখো অক্ষয়ে-
ভুলে গেলে রেখো ভালোবাসা নয়নমণিতে,
প্রেম যদি জাগে সাগর সমুদ্র রক্ত বারিতে।

নতুন প্রেম নতুনায়ত্বে হবে যদি ভাসে-
পুরাতন প্রেম নূতনে সাজবে মনোচিত্তে,
পৃথ্বী মাতে শশী রবি গ্রহ নক্ষত্র তারা ওঠে
তোমার ভালোবাসাতে একচিত্তে ক্রম সময়ে।
নদী হাঁকে ডাকে প্রকৃতি মাতে তোমার জন্যে-
প্রেম প্রীতি ভালোবাসা মায়া মমতা মাগে,
স্নেহ নিমিত্তে অতীত বর্তমান ভবিষ্যৎ চলে রোখে।

কেনো ভালোবাসা নিয়ে বুকে ধোকো-
চাহি দেখো বৃথা মিছে করো হাহাকারো,
ঈশানে চাহো নীলিমায় ছাওয়া আকাশ ভুবনো।
হারবেনা তুমি কখনো ভালোবেসো সরাবহো-
নিশান কাঁদে পরস্পরের টানে পানে প্রতীকো,
বিরহী হাঁকে সুখে নিত্যে তবু ভালোবেসো।

প্রকৃত জগৎ-বিরহী দিন দুঃখি হাসে দুঃখে-
প্রকৃত জগৎ-সুখি দিন শেষে কাঁদে সুখে,
সুখ দুঃখ নিয়েই মানব জীবন গড়ে মনুষ্যে।
সুখ দুঃখের মাঝেই ভালোবাসা নিহিতো থাকে-
দুঃখ সুখের আড়ালে সর্ব প্রেম লুকিয়ে আছে,
কান্না হাসির মধ্যেই ভালোবাসা গুপ্ত রহে।

তোমার জন্যে বিশ্ব ভূমি ধোকে-
তোমার হেতু পৃথ্বী প্রকৃতি কাঁদে,
তোমার নিমিত্তে দেশ গড়ে সর্বে ফ্ল্যাগে।
তোমার ত্বরে সৃষ্টি প্রেম মরুচড় হতে ওঠে-
তোমার কারণে জোড়ে ভালোবাসার মর্মে সর্ব জাগে,
তবু ভালোবাসো কারণে অকারণে সকলে মিলে।