প্রেমের বিলিপ্ত মন
তোমাকে নিয়ে আজো ঘুরি
ভালোবাসার বিলুপ্ত মন
তোমারি আঁশে মত্ত ঘুরন্তি-
বেশির থেকেও বেশি ভালোবেসেছি
তোমাকে ঘিরি তোমার পিছুটানি,
সব হারিয়ে আজ আমি হয়েছি অবসানি।
হৃদয়ে কাঁপন জাগে মর্মে
কিছুই ভালো নাই লাগে-
সব কিছু উতলা হই
তোমার ওই প্রেমের অনুরাগে,
তুমি যানতে দিয়েছিলে কথা
আমাকে পেতে চিরদিনের সখা,-
কিহলো তাতে আসে যায় সখী কথার বার্তা।
আমি আজো আছি তোমার হৃদয় পেতে
ভাঙা গড়ার জীবন প্রান ত্রাণ পরিত্রাণ হৃদয় নিয়ে আমার হৃদয়ে-
আমি খুঁজি তোমার জানলা দরজা ভেদ কোরে
দেখি তুমি ভালোবাসা তুলে রাখো কবিতার চিলেকোঠায়ে,
এমন ভালোবাসার চিলেকোঠা আছে কিনা নাজানি পৃথ্বে
যদি থাকে সে ভালোবাসা যাচি করো কষ্ঠি পাথরে।
আছি আমি থাকবো ছিলাম তোমার আশেপাশে
মরি বাঁচি না হয় রত যাবো মাটির বুকে-
ভূমি আজোও কাঁদে তোমার পথ চেয়ে
আসবে কিনা আসবে নিহার পথো বেঁয়ে,
যদি পারো একবার দেখে যেয়ো উপেক্ষা কোরে
কেমন আছি তোমার পথো পানে অপেক্ষা দিশে।
তাকহীন ছিলে তুমি পশ্চাদে
তাকাওনি তুমি আমার পিছু ফিরে-
শেষে তুমি তাকালে ভূমির বক্ষ চিরে
অন্যের দিকে ভিন্ন বানে দ্বীপের শিখাতে,
শেষ তুমি দৃষ্টি দিলে মাটির দিকে অগ্নির বুকচীরে
বহ্নি ধুম দিবানিশি আঁধার আলো আমাতে।
আছি আমি দৃঢ় কোমলে কঠিন নরমে
বারি পানিতে পবনের বাতাসে ভূমির মাটিতে-
আমি আছি আন্ধার আধারে অগ্নির আগুনে
বহ্নির শিখাতে আঁধারের অন্ধকারে ধূমের ধোঁয়াতে দ্বীপে,
চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র তারা মাতে ঈশান আকাশে
শশী রবি ভানু সূর্য্য অমাবস্যা পূর্ণিমা দিনরাতে
জ্যোৎস্না ত্যাজে রাতে গাছ বৃক্ষ লতাগুল্ম পৃথ্বে
পশু পক্ষপক্ষী জীবপ্রাণী ধরায় ভবে পৃথ্বীর মাঝে।
আমি তোমাতে তুমি আমাতে-
চিরদিন চিরকাল সারাজীবনে,
আজো আছি ছিলাম থাকবো তোমার কাছে,-
আমি ভালোবাসি তোমাকে।
আমি ভালোবাসি তোমাকে জীবন মরণে
লুপ্ত না হয় ভালোবাসা বাঁচিতে-
উখান হোক তোমার আশা রহিতে
পতন হোক আমার নিরাশা রাঙিতে,
ভরসা করোনা অঙ্কন আঙিনাতে
তুমি আয়ুষ্মান করো আমার পরম আয়ু নিয়ে।
আমি তোমাতে তুমি আমাতে-
চিরদিন চিরকাল সারাজীবনে,
আমি ভালোবাসি তোমাকে।