আত্মার সহিত পরমাত্মার মিলনই শক্তি-
ভূমিতে দাঁড়িয়ে সর্বসৃষ্টি পৃথ্বীর অংশি,
বারির শিরে দৃঢ়তায় ভূমি অস্তির স্মৃতি-
মা দেয় নশ্বর শরীর বিধি বিধাতা দেয় আত্মা পরমাত্মাতি।
একে অপরের মিলন শক্তিই ভালোবাসার সৃষ্টি-
সৃষ্টির সনে সৃষ্টির মুক্তিই মনুষ্যের শক্তি,
চিনিতে পারো যদি নিজেকে স্বয়ং পরিপাটি-
চক্ষু দৃষ্টিতে পর সাহায্য হীনে জ্ঞাত অজ্ঞাতজনি।
কেমোনে বোঝায় তোমাতে সৃষ্টির শক্তি কাকে বলে-
কাহাতে গলে কিসের মতে স্বার্থ নিঃস্বার্থ মূলে,
যাহা কিছু নিয়াছো দিয়াছো আনিয়াছো পৃথিবীতে-
তাহা সবই কার্য কারণ নিত্য সহি পৃথ্বী হতে।
যা কিছু নিয়েছো নিমিত্ত ও পৃথ্বীর সৃষ্টি মাত্র-
যে টুকু দিয়াছো রাখিয়াছো পৃথিবীতেই সমর্পণো,
যে টুকু আনিয়াছো তাঁর সমস্তই নিখিলে গচ্ছিত-
যে টুকু হয়েছে হচ্ছে হবে সেটুকুই পৃথ্বীতে রবে সর্ব।