স্বাধীনের ভূমি গড়িয়াছে মাটি রক্তের সৃষ্টি-
পরাধীনের ঘাণী বহিয়াছে খাঁটি প্রতীকের দেহখানি,
শ্বেতের শান্তি গেরুয়াতে ত্যাগি সবুজের ধৈর্যকাটি-
চক্রের গতি অড়ের শক্তি স্হান হতে স্থানান্তরি।
ধর্মের চক্র গমন করে দশক দিকে-
দেশের চক্র উত্তলন বহে স্তম্ভ ঘিরে,
হর্ষের গতি সিংহের সাহসী প্রতীক রূপে-
ষাড়ের শক্তি শৌর্যের বিশ্বাসী তাদের মধ্যে।
ওই দ্যাখো আছে দাঁড়িয়ে দণ্ডায়মান প্রবিত্র হৃদয় নিয়ে-
নিষ্পাপ নির্বোধ নিরীহ অন্তরে শিক্ষার অপেক্ষা তরে,
পারবেনা? সত্যজাত শিশুকে আঁধার হতে আলোর পথ দেখাতে-
শচীমাতার অন্তর আদলে সরল অজ্ঞাত মানুষকে জ্ঞাত করতে।
অবোধ অবুঝ বোধহীন মানুষকে অসৎনির করে সৎ অর্জন করতে-
সাদা শান্তি সবুজ ধৈর্য্যের উন্নতি গতিশীল প্রবিত্রতায় গড়ে তুলতে,
নির্ভীক মানুষকে কর্ম জীবন ধর্ম শক্তির আত্মবিশ্বাসে পূর্ণ করতে-
যদি পারো দাতা হতে রবির তেজে তন্দ্রার মতো আলোদিতে পৃথ্বীতে।
আজও দেশজুড়ে প্রবাহিত আছে সংস্কার পরান্নভোজী কৃপাপ্রার্থী-
উন্মেদার প্রবঞ্চক ও ফন্দিবাজ মানুষ চতুর্দিকে ভরপুরী,
স্বার্থসিদ্ধি সহানুবর্তী মানুষেরা লুন্টিতে মত্ত বহে ভন্ডবেসী-
নারীকে করেছে পুতুলের জলসা, ভেকধারী মন্ত্রিসভা
মিথ্যার পসড়া বিশ্বজুড়ী।
ভিক্ষার থালা নিয়ে পথে ঘোরে এক মুষ্টি খুধার টানে-
মানুষ মানুষের রক্তে ভাসে অর্থনমন অর্থনমিত বোধের কারণে,
পারবেনা তুমি রুখতে!একই ভূমির রক্ত বহে সর্বদেহে-
গেরুয়া ত্যাগে অবনমন হতে উত্তলনে বিজয় প্রতীক কড়ে ঝন্ডা নাশে।
গান্ধীজি সুভাষ সূর্য ভগৎ দিয়েছে রক্তে বলিদান-
বিনয় বাদল দীনেশ ক্ষুদি ঝাঁসিরানী দিলো হাসিতে প্রাণ,
প্রফুল্ল প্রীতিলতা মাতঙ্গিনী রক্তে রাঙাই ত্রাণ-
রক্তে রক্তে দিয়েছে কত শহীদ জীবন বিজয় প্রতীক ম্লান।
ভাসিছে মায়ের বুক কত শূন্যে তাজা প্রাণ-
কাঁদিছে স্বাধীন কোলে কত ভারতের ত্রাণ,
হাঁকিছে গাঁয়ের জোরে সত্যের কলম দ্বারা ভূমিতে বিলান-
ডাকিছে মায়ের কত ভারতের রক্ত রক্তে ম্লান।
পারবেনা? মানুষকে স্বাধীনতা দিতে দাড়িয়ে অপেক্ষার তীরে;
বিজয় প্রতীক কড়ে উড্ডীয়মান উচ্চশিরে দেশ বিশ্ব মাঝে,
পূর্বে সবে করিবে জোয়ার ভাটা নদীর বুকে তটের উপহাসে-
পরবর্তীতে লুপ্ত হতে লিপ্ত মত্তে করিবে উচ্ছ্বাস ইতিহাসে।
আর কি পাবে ফিরে যে দিন গেল মা মা বলে কাজল সোহাগে-
আর কি পাবে ফিরে আঁখির জলে ভেসে অশ্রু ধরায় নদে ভারতবর্ষে,
চাহিয়াছে তোমাদের পানে ভবিষ্যতের দিন বর্তমান দিনের দিকে-
পারবেনা তুমি! সত্যের জয়টিকাকে ছিনিয়ে নিতে ভারতভাগে।