সত্য যে বড়ো কঠিন
তবু সত্যকে নিয়ে চলি-
মিথ্যায় ভরেছে স্বার্থান্বেষী
মরীচিকায় মরচে বঙ্গেত্রী,
আছে আজোও বেঁচে দেশটি
তবুও সত্যকেই ভালোবাসি।
আঁধার পোহালেই পক্ষীরা করে সব কলরব
নিখিল কাননে পুষ্প মুকুল সব ফুটিলো সৈরব-
পথ হতে পথে যায় ভিন্ন পথ জুড়ায়
সত্যের পথ হারায় মিথ্যার পথে ভেকিছায়,
সমাজের চরের চিকায় ধরেছে ফাটল ভেকিধায়
ফাঁপরে ধরেছে ঘাস জঞ্জাল মনুষ্যত্বায়।
ধরেছে মরুচিকায় মরীচা বঙ্গে
চরের ফাটলে ফাগুন ঘাসে-
মান-হুঁশ যদি নাই জাগে মানুষে
তবে মানবতার বিবেক জাগিবে কবে?,
ধরাশায় যখন নদে বহে আপনে
তখন সাগর সমুদ্রের মোহনা খোঁজে তটে।
চলিতে চলিতে পথ কতো বাঁধিছে বিপদে
তবু চলেছি কঠিন সত্যকে ভালোবেসে-
জানি আমি সত্যকে নিয়ে মেনে চলা দায়
তবুও নিয়েছি মানিয়ে জীবন মরণ পরম্পরায়,
মানুষেরা আজ বড়োই স্বার্থপর স্বয়ং-স্বার্থে
তবু প্রকৃতি প্রাকৃতিক আছে নিঃস্বার্থ মনুষ্যত্বে।
সত্য যে বড়ো কঠিন
তবু সত্যকে নিয়ে বাঁচি-
মিথ্যায় ভরেছে বঙ্গবাসী
তবুও সত্যকেই নিয়ে চলি,
মিথ্যায় গড়েছে মানুষ পাড়ি
তবু সত্যকে বড়োই ভালোবাসি।
সত্যের নিখিলে মানুষ হয়েছে মিথ্যাবাদী
ধরার কাননে সত্যকেই আমি ভালোবাসি-
সবার উপর মানুষ সত্য তাহার উপরে কী?
মিথ্যায় ভরেছে ভরপুরী মানুষ মানুষের নিমিত্তি,
যদি সত্যের পথে চলতো মনুষ্য সব সকলি
তবে মিথ্যার আঁচ কি পেতো মানুষের ভবিষ্যতি?।
মিথ্যাবাদী ভরে গ্যাছে রাতের চিঠি খামে
মিথ্যাবাদের নৌকা ভাসে নিশি রাতের অন্ধকারে-
সত্যবাদী চরে ভাসে বিচার ন্যায়ের দন্ডে
মিথ্যাবাদী মিঠাই কষে ন্যায় বিচারের ভন্ডে,
সত্যভাষী জীবন হাসে ন্যায় মুক্তির দ্বারে
অন্ধকারে লাশ পরে রাত্রে সত্যবাদীর দেহে।
সকাল হতেই নিশান ওড়ে প্রতীক ওড়ে ফ্ল্যাগে
প্রভাত-কালে রক্ত মেলে সত্যবাদীর পতাকাতে-
দেশের মাগে জীবন পাতে দেশকে ভালোবেসে
বৃথাই করে মিছার লগে স্বার্থসিদ্ধি মানুষে,
রক্তমাখা ধ্বজা হাতে ন্যায়ের দন্ড কড়ে
রক্ত ঝরে সত্যের বুকে ভূমিতে সত্যকে ভালোবেসে।
সত্যকে বাঁচাতে নিজেকে নিয়েছি হার মানিয়ে
সত্যকে রুখতে জীবন দিয়েছি প্রাণ ঠোঁটে-
ত্রাণ নিয়েছে কেড়ে রক্তাক্ত দেহে চিঠি খামে
পারবে না ফেরাতে রক্তাক্ত সত্যকে মিথ্যাচারে,
দিবানিশি রাতভোর সত্য হাঁকে আর্তনাদে
দিনরাত রক্তে ভাসে সত্যতার যানদেহে।
সত্য দেশে দেশবাঁচে সত্যকে ভালোবেসে
সত্যের কারণে সত্যকে ভালোবাসে জীবন মরণে-
সত্যের হেতু জীবন হাসে দেশের রক্ষীতে
মিথ্যার ছ্বলে প্রাণ কাঁদে জীবন নাশে,
তবু সত্যকে ভালোবাসি বাঁচি সত্য কঠিনে
সত্যকে নিয়ে চলি দিয়েছি পাড়ি ভালোবেসে।
সত্যই জীবনের পরম রত্ন
সত্যই জীবন পথের চলন্ত-
সত্যই পথের গতির ভান্ড
সত্যই গতির অগ্রগতির চক্র,
সত্যই চলন গমনের ধারণ্ত
সত্যই জাতক জাতিকার আরম্ভ।
সত্যই নব নবীনদের শুরু
সত্যই প্রজন্মের শেষ গুরু-
সত্যই নব প্রজন্মের প্রারম্ভ
সত্যই নব নবত্বের গমন্ত-গন্তব্য,
মিথ্যা ক্ষণিকের জন্য চলন্ত
সত্য যুগ যুগান্তর জন্মন্ত-ধারন্ত।
সত্যই একমাত্র পরম সত্য
সত্য সত্যের জয়োর-তম্-
সত্য মিথ্যার ধার-ধারে না
সত্য মিথ্যার আঁচে-না,
সত্যই মান-হুঁশের পরমার্থ
সত্যই মানুষের প্রধানার্থ।
মিথ্যা ক্ষণিকের জন্য নিমিত্ত
মিথ্যা কতিপয় হেতু স্থানার্থ-
মিথ্যাই মান-হুঁশের নাশার্থ
মিথ্যাই মানুষের ধ্বংসার্থ,
মিথ্যাই লুপ্তের মূলঅস্ত্র
সত্যই বিলুপ্তের মূলমন্ত্র।