শুধু দেখি আর দেখি দিব্য শিক্ষার প্রতি-
কি আছে আইনের রাজ্যে দেশের রাজক্তি,
রাজ্যকে করেছে ভক্ষণ শাসকের তন্ত্র তন্ত্রি-
দেশকে করেছে শাসন রাজনের মন্ত্র মন্ত্রি।
শিক্ষার প্রগতিকে করেছে জ্যোতি হতে ঘন তিমির-
বিদ্যাপীঠে শিক্ষার অঙ্গনে গড়েছে সর্বত্রে স্বার্থনীড়,
সমাজকে গ্রাস করে অনিষ্টর কড়ে নিষ্ঠ নিহতে মূর্তির-
মানুষকে পিষেছে পূর্ণ স্বার্থে মনুষ্যত্বকে ছ্বলে অমানুষির।
দিয়াছো বিদ্যা সৎ অসৎ দিবানিশি আলো আঁধারে-
পেয়েছো শিক্ষা দৃষ্টি শ্রবনে ভালো মন্দো মনুষ্য সমাজে,
নিয়াছো মিত্র শিক্ষার কড়ে অস্ত্ররূপে কাল তিমিরে-
পেতেছো স্বয়ং ত্রাণে খুদের টানে তাজা প্রাণ ন্যাশে।
শিক্ষার মাগে মায়ের আঁচল পাতে মানুষের প্রাণ ত্রাণে-
ধরণী জীবন বিপন্নে বিষাক্তকে মারিয়ে আজও কাঁদে,
ধাত্রী মৃত্যুকে সম্মুখীন রেখে মনুষ্যত্বকে বাঁচিয়ে হাঁকে-
ধরিত্রী তাজারক্তে সত্যের জয়ধব্জাকে দন্ডায়মান রাখে।
শিক্ষাই মানুষের অঙ্গ কু-সু বিদ্যা অর্জন-
শিক্ষাই মনুষ্যের মেরুদন্ড জ্ঞান অর্জন,
শিক্ষাই মনুষ্যত্বের জীবন পথ প্রদর্শন-
শিক্ষাই জীবনের প্রাণ ত্রাণ রক্ষার মরণ বাঁচন।
শিক্ষা দিই চলো মোরা একমতে সত্যের পথে-
শিক্ষা নিই ত্রসো মোরা অসৎকে বর্জন করে,
জ্ঞান বিদ্যা আদান-প্রদান করি সৎ ন্যায়ের মনোবলে-
দিবানিশি জয়টিকাকে উড্ডায়ন করি মানুষের ভিড়ে।