মন ময়ুরী পাহাড়ে-
ময়ূর নাচে লদের ধাঁরে,
শ্যামলা মনের বাগীতে।
ঝর্না ধারা নদের পাড়ে-
লাজ বিহারী পথের বাঁকে,
ছরম ধরে মনের পাহাড়ে।

কচু কলা খিতের পাড়ে-
কুকুর নালে পুকুর ভরে,
পদ্মা ফোটে লদের জলে।
ডিঙি ভাসে নদীর গাঙে-
মাতৃ ধরে জগৎ মাগে,
ময়ূরী ময়ূর মনের বাহারে।

শ্যামলা নদীর শ্যামলা বাঁকে-
সূর্য্যি বাগে প্রভাব ভোরে,
শ্যামলা জলে কোচোরী ফুলে-
পঙ্খি মাতে শ্যামলা পাহাড়ে।
হরিণ নাচে মনের জনে-
বর্ষা নামে পুষ্প বনে,
পক্ষী জাগে নিশি দিবাতে।

পিরান কাঁদে তোমার লগে-
মন ময়ুরী পাহাড়ে,
বারোমাসে দিবানিশে বর্ষে-
প্রেমে ভাসে শ্যামলা পাহাড়ে।
জুঁই মালতী হায় প্রখরে ঝড়ায়-
দিনে রাতে গন্ধ ছড়ায়,
মনের পাহাড়ে প্রহর মাতায়-
শ্যামলা পাহাড়ে প্রেমে বিলায়।

আঁকা বাঁকা পথের মাঝে-
জীবন চলে সময় ক্ষণে,
হরেক ফুলে জীবন চিত্রে-
আসা যাওয়া তোমার বিনে।
চড়ুই শালুক টিয়া ফিঙ্গে-
ঘুঘু টুনটুনি বাসা বাঁধে,
হাঁস পাতিহাঁস ডিঙির জলে-
ডাঙার পরে আহার করে।

কুকুর গুলো পথের ধারে-
মানুষ চিনে সেবা করে,
কাঠ ঠুকরী গাছে থাকে-
পথের পাশে ঝাঁউ বনে।
বর্ষায় নির্জনে বৃক্ষের ডালে-
পক্ষীরা শালুকে বিরহের গান করে,
জগৎ দুঃখে প্রকৃতির সব ক্রন্দনে-
ধরায় হাসে পৃথ্বীতে কাঁদে মানব মানবে।

হলদে মাটা নস্যি গাঁজা পুষ্পা মাঠে-
রক্ত জবা লাল জবা সাদা জবা ঘাটে,
চটকা জীবন সাদা ফুল কাগজ ফুল পথে-
সাদা কন্ঠ নীল কন্ঠ ধূতুরা গোলাপ বনে।
ঘূর্ণিওড়ে নদী বনে জোয়ার ভাটা তুফানে-
বেনেবেনী ঝামটি গাছে বনপোকা গুটিবোনে,
প্রজাপতি পাখনা ম্যালে ফড়িং উয়ি ডানা ম্যালে-
বগ ডুবুরি নদের জলে মাছরাঙায় মাছ ধরে।

পাহাড় নদীর গাছের পাতায়-
বাঁশের মাথায় জোনায় জ্বলে,
খেজুর তালে বৃক্ষের পাতায়-
বাবুই পক্ষী বাসায় দোলে,
ডুমুর পত্রে বাসক পাতায়-
টুনটুনি দিবারাতে ঘর বাঁধে।

ভাটাম ডালে বটের শাখায়-
থোকায় থোকায় বাদুড় ঝোলে,
নদে পাহাড় গাছের শাখায়-
মৌমাছিরা মৌচাক বাঁধে,
বাঁশ বাগানে বাঁশের ফাঁকায়-
চামচিকি ওড়ে ফুলে ভ্রমর ভ্রমরীতে।
ধরার মাঝে নিখিল প্রেমে-
ফড়িং-ওড়ে ঝাঁকে ঝাঁকে দিবাতে,
পায়রা ওড়ে সবুজ মাঠে আকাশে-
ঘুঘু চড়ে পৃথ্বীর টানে সবুজ বনে,
টিয়া টিয়ে পেয়ারা গাছে পক্ক ফল্কে-
পক্ষীরা নিত্যে নৃত্য করে দিনরাত্রে
শ্যামলা নদীর পাহাড়ে।

শিউলি ফুলে রাস্তার পরে আসর পাতে-
কাশফুলে পথের পাশে আঁচল পেতে,
কোল হারা শূন্য কোলে রক্তাক্ত বুকে-
স্বাধীন বিনে পরাধীনতা হীনে পথচেয়ে।
মাড়িছে কতো ফুল পদচারণে পথে-
অজানা অসংখ্য অগুন্তি পুষ্প বনে,
কেঁউবা ঝড়ে অকালে মোদে কাতোরে-
কাঁপিতে কাঁপিতে পুষ্প ফোটে দিনরাত্রে।

মন ময়ুরী বাহারে-
ভুল করেছে ডাঁহারে,
ভুলের মাশুল দেবে-
নিজের বোঝা নিজেই নেবে।
মন ময়ুরী পাহাড়ে-
ফুল ফুটেছে চাতোকে,
ঈশান সাজে বাহারে-
শ্যামলা নদীর পাহাড়ে।