হে বন্ধুগন স্বাধীন দেশে স্বাধীনতা কোথায়?-
এসো বন্ধুরা আমরা সবাই মিলে স্বাধীনতা চাই,
যে দেশে স্বাধীনতা থাকতে কোনো স্বাধীনতা নাই।
স্বাধীন দেশে স্বাধীনতার জোরে মানুষেরা অসহায়-
স্বাধীনের অজুহাতে মানুষের উপর তোষণ শোষণ করছে স্বেচ্ছায়,
এসো আমরা দেশদ্রোহীর ওপর বিদ্রোহী করে স্বাধীনতা চাই।

স্বাধীন দেশে পরাধীনতা মানুষকে কুঁড়ে কুঁড়ে মারে-
স্বাধীনতা এনেছে মানুষ পরাধীন দেশে মানুষের জন্যে,
স্বাধীন দেশে পরাধীনতা করে রেখেছে মানুষ মানুষে।
স্বাধীন দেশে স্বাধীনতা পরাধীন করে রাখেনি মানুষকে-
স্বাধীন দেশে স্বাধীনতার জোরে পরাধীন রেখেছে মানুষ মানুষকে,
ছিনিয়ে নিতে হবে স্বাধীনতা তাদের কাছ হতে পরাধীনতা থেকে।

দিয়েছে রক্ত কতো দেশের মানুষ স্বাধীনের জন্যে-
গিয়েছে মানুষের কতো শতো জীবন প্রাণ দেশের নিমিত্তে,
বয়ে গ্যাছে রক্ত কতো নদীতে মীলান সকল স্বাধীনতার ত্বরে।
মা বোনেরা দিয়েছে যান রক্ত বুকে দেশের মঙ্গলে-
পারেনি ইজ্জত রাখতে আঁচল দিয়ে লজ্জা নিবারণ করতে,
গ্যাছে কতো সন্তান কোল হারা শুন্য আঁচল মায়ের দেশে স্বাধীনতার হিতে।

গিয়েছে কতো অজস্র মানুষের প্রাণ হানিতে স্বাধীন মান-
দিয়েছে অসংখ্য ভাইবোন পরিজন স্বাধীন ত্বরে জীবন ত্রাণ,
শহীদের মৃত হাঁড় কঙ্কাল কাঁদে দেশে স্বাধীন মহান।
রক্ত ঝরা নদীতে ম্লান ভূমিতে করে জয়ত্বের জয়ো গান-
হারিয়েছে ইজ্জত কতো ভিটেমাটি হারা ঘরবাড়ী ছাড়া যান,
কাঁদিছে মহান প্রাণ নব প্রজন্মের জীবন দামালের আহ্বান।

স্বাধীন দেশে স্বাধীনতা নাই মানুষের অধিকার কোথায় আছে?-
মা বোনেরা রাস্তায় রাস্তায় ভিক্ষা করে ক্ষুধার টানে ইজ্জত হানে,
পরের বাসায় গোলাম করে ঝিঁ খাটে তবুও কি তাঁকে স্বাধীনতা দিছে?।
বিদ্যা শিক্ষায় লাঞ্চিত বঞ্চিত সবাই আঁধার দিশায় জ্বলে-
নব প্রজন্মের জ্বলন্ত শিখা নেভে পরাধীনতার বিনে,
চলো অধিকার আদায় করি স্বাধীনতা চাই সকলে একসঙ্গে।

শাসক যখন তোষণ শোষণ করে মোহিরা তখন কি না করতে পারে-
রক্ষক যখন ভক্ষক বুদ্ধিজীবীরা তখন স্বার্থে লিপ্ত মগ্ন থাকে,
নিঃস্বার্থরা রক্তে ঝরে স্বাধীনের জন্য সহস্র প্রাণ নাশে।
রাস্তার ওলি-গলিতে তীর্থের কাকের মতো ধোকে মানুষে-
স্বার্থরা সুযোগে শকুনের মতো মানুষের উপর ঝাঁপিয়ে পড়ে,
অসহায় নিপীড়িত দুর্যোগ দুর্ভিক্ষ মহামারী ভীতি দুর্বলদের ওপর আত্মসাৎ করে।

স্বাধীন দেশে হায় পরাধীনতা স্বাধীনতাকে কাঁদায়-
অন্ধের স্বাধীনতা নয় মুক্ত দ্বারে মুক্ত স্বাধীনতা চাই,
পুঁথিগত স্বাধীনতা নয় উড়ন্ত মুক্ত পক্ষীর মতো স্বাধীনতা চাই।
অশান্তি নয় শান্তি চাই মুকুল দেশে পুষ্প আমায়-
স্বাধীন বিদ্যা ছেড়ে নিয়েছে মানুষ কড়ে অবিদ্যা পরাধীনতায়,
বাংলার মাটি সোনার খাঁটি মাতৃভূমি স্বয়ং হাতে স্বাধীনতা চাই।

আমরা স্বাধীনতা চাই পরাধীনতা নয় স্বাধীনতায়-
স্বাধীনতার কড়া নাড়ে পরাধীনতার কারাবদ্ধ তালা দ্বারে,
স্বাধীন দেশে পরাধীনতা মানুষকে টুকরে টুকরে খাই।
অন্ধকারে স্বাধীনতা নয় স্বাধীন শির খাঁড়ায় বাঁচিবার উপায়-
বদ্ধদ্বার মুক্ত করো বাধা শিকল ছিঁড়ে ফ্যালো কপাট ভাঙ্গনে,
শত্রু নাশে দ্রোহীর পতনে বিদ্রোহী করে আমরা স্বাধীনতা চাই।