সাদা সবুজ গেরুয়া বীর রক্তের পীড়া,
মহান খ্যাতি চক্রা লাল রক্তের স্বাধীনতা।
স্বদেশ মুক্তির ব্রতা দুর্লভ জীবন মনুষ্যতা,
হীনতা ব্যতিক্রমির রক্তা সুলভ বরণ ব্যাকুলতা।
ক্ষুধা হাঁকে সুধা যাচে জুলুম দ্বারে মত্ত,
মূর্খ ফাঁসে মুখ্য মাতে অজুহাতে লিপ্ত।
নিষ্ঠার শিশু ধোকে বরং বার মরণপানে ব্যক্ত,
সত্যের শিশু ঘোঁচে চিরদ্বারে হরণ কড়ে ব্যস্ত।
রক্তে রক্তাক্ত ভাসিছে চড়নে চরণ গীড়নে,
ক্ষিতি অপ্ তেজ মরুদ মাতিছে বরন মিলনে।
আসিছে ধ্বংসের প্রমুখ কলিযুগ দেশ দ্রোহুক,
দিতেছে জীবন মরণ সর্বসুখ স্বদেশ প্রভুক।
বিশ্বাস মরিছে নিঃশ্বাস ফেলে দীর্ঘশ্বাসে,
সত্য মারিছে মিথ্যার কবলে দৃষ্টিগোচরে।
ঊর্ধ্বগামী গড়িছে ক্ষুদ্রার মদতে চোরাকারবারে,
নির্মগামী গরিছে দীর্ঘার ছোবলে নির্মমভাবে।
বিভীষিকা মাথা খুঁড়ে ফ্লাটে দৃঢ়ন উচ্চার লিপ্ত,
স্বাধীনতা শির তুলে গ্লানে পীড়ন ধর্মার ক্ষিপ্ত।
প্রাণ দানে রক্তাক্ত জীবন ভূমির পাড়,
ত্রাণ তানে বিষাক্ত দেশন ভুমির দ্বার।
ফাঁকি যায় সবকায় খ্যাতিবায় সবাই-
হাঁকি তাই ছোট বড় সমলিনায় সদাই,
মান হুঁশের জ্ঞান রূপ জ্ঞাত অজ্ঞাত স্বরূপ-
জন্ম জাতের মানুষে ক্ষত কান্ড অকান্ড শতরূপ।
হীনতায় বাঁচিতে নাহি চাহে-
স্বাধীনতায় বাগীতে লাগি প্রাণে,
দৃঢ়তায় সহিতে নারি গ্লানে-
মূর্ছায় নাশিতে দেশ মাগে।
হায়রে ফিরি দিবি হারাধন-
অবোধ অবুঝ মন,
পাথরে মুক্তি দৃষ্টি অকারণ-
ঝিনুক মুক্ত আলোড়ন।
অমূল্যে দান জীবিতে প্রাণ-
মুক্তায় দূর্লভ জীবন,
ডুবিলে তান দৃষ্টিতে আহান-
আলঙ্কায় স্বার্থ পীড়ন।
স্বার্থের স্বাধীনতা-
পরার্থের বিলম্বনা,
নিঃস্বার্থের স্বাধীনতা-
স্বার্থের বিলম্বনা।
স্বাধীনতায় হীনতা-
মনুষ্য জীবন বৃথা,
হীনতায় স্বাধীনতা-
মনুষ্য জীবন পূর্ণা।