আমরা আজও পারিনি শিশুদের পিঠে বইয়ের ব্যাগ দিতে-
পারিনি আমরা তাদের হাতে বই খাতা পেন্সিল তুলে দিতে,
আজও আমরা পারিনি শিশুদের মাথা থেকে ইঁটের বোঝা নামাতে।
আমরা পারিনি হোটেলের থালা বাসন মাজা শিশুদের স্কুলে যাওয়া পূরণ করতে-
পারিনি লোকের বাড়িতে জামাকাপড় ধোঁয়া শিশুদের শিক্ষা দিতে,
পারিনি থালা হাতে নিয়ে ভিক্ষা করা শিশুদের ক্ষুধার্ত নিবারণ করতে।

আমরা পারিনি ক্ষুধার জ্বালায় তারনায় শ্রমজীবী করা শিশুদের মুক্তি করতে-
পারিনি লোকের বাড়িতে ঝিখাটা শিশুদের শিক্ষা দীক্ষা দিতে একমুঠো অন্ন দিতে,
স্বাধীন দেশে পরাধীনতার জন্যে আজও শিশুরা শ্রমজীবী রয়েগেলো দেশে।
পারিনি শিক্ষার মনিকে শিশুদের মণিকোঠায় পৌঁছে দিতে-
স্বাধীন দেশে পরাধীনতার জন্য আজও স্বাধীনতা অসহায় রইলো হয়ে,
স্বাধীন দেশে পরাধীনতার জন্যে মানুষেরা স্বরচিত চলাফেরা ব্যবহার করে।

দেশে যে ফুল ফোটার কথা সে অকালে ঝরে যায়-
স্বাধীন দেশে এখনো ক্ষুধায় অনাহারে অসহায় জীবন কাটায়,
বিশ্বে যে শিশু কুঁড়িতে হাসি ফোটার কথা সে অসময়ে মৃদু যায়।
ভূমন্ডলের বুকে যে শিশুর কড়ে ন্যায় ফ্ল্যাগ উড়ানোর কথা
পৃথিবীতে আজ সে অন্যায়ের ধ্বজা হাতে মূলমন্ত্রণা-
যে শিশুর বদনে ন্যায় নিশান পতাকার দিশায় চলার কথা
আজ সে শিশুর মুখে অন্যায়ের বার্তা অত্যাচারের পীড়া,
স্বাধীন দেশে পরাধীনতার জন্যে আজও দুর্ভিক্ষে মারে হানা।

প্রতিবাদের সামিলে যে শিশুরা উৎপ্রেরণা অনুগামী আগমনীতা
সে শিশুরা অন্ঝ-কারাগারে বন্দীতে আঁটা মুখে তালা-
স্বাধীন দেশে যে মানুষেরা স্বাধীনতায় মুক্তি পাওয়ার কথা
পরাধীনতায় সে মানুষেরা বদ্ধ-কারাগারে শিকলে বাধা,
চাইনা আমরা অমন স্বাধীনতা স্বাধীন দেশে
যে স্বাধীন দেশে পরাধীনতায় মানুষ ভোগে শিশুরা।
চাই আমরা পুনর পুনঃ পুনরায় স্বরচিত স্বাধীনতা
যে স্বাধীনতায় নাই কোনো বাঁধা মুক্তি শিকলে ওড়া-
স্বাধীনতা মানে কি শুধু ফ্ল্যাগ ওড়ানো পতাকা
স্বাধীনতা মানে কি শুধু স্লোগান করা জয়গান করা আর নিশান ওড়ানো ধ্বজা,
স্বাধীন দেশে পরাধীনতার আঁচ ছোঁয়া মানে দেশ-দ্রোহীতা
স্বাধীন দেশে পরাধীনতা থাকলে স্বাধীনতা পালন করা মানে মূর্খ হাস্য-করতা।

স্বাধীন দেশে আজও মা বোনেরা রাস্তায় রাস্তায়
লোকের ঘরের দুয়ারে দুয়ারে ভিক্ষা করে খিদের জ্বালায়-
পরের বাসায় পরাধীনতায় ভোগে ধোকে ঝিগিরি করে চালায়,
স্বাধীন দেশে পরাধীনতার জন্যে নব প্রজন্মরা বিদ্যা শিক্ষা ছাড়ে
পরের গোলাম করে দাসদাসী হয়ে থাকে ক্ষুধা নিবারণে।
স্বাধীন দেশে পরাধীনতার জন্য মা বোনেরা নির্যাতিত হয় ইজ্জত হানে
লাঞ্চিত বঞ্চিত হয় সব অধিকার থেকে স্বাধীন দেশে-
স্বাধীন দেশে মানুষ মানুষকে এখনও পরাধীনতায় রেখেছে এখনও মানুষ দেশদ্রোহী করে,-
স্বাধীন দেশে স্বাধীনতার জন্যে মানুষের রক্ত ঝরে মানুষ বিদ্রোহী করে,
স্বাধীন দেশে পরাধীনতা মানে জগৎ বিরহী দুঃখের থেকেও দুঃখে!
স্বাধীন দেশে পরাধীনতা মানে দেশেই দেশদ্রোহী আছে থাকে
স্বাধীন দেশে পরাধীনতা মানে স্বাধীনতা পালন করা বৃথা মিছে।