রক্তের পতাকা-
রক্ত মাখা পতাকা।
রক্তের পতাকা,
রক্তের পতাকা!।
পরাধীনতায় স্বাধীনতার পতাকা,
স্বাধীনতায় হীনতার পতাকা।
রক্ত মাখা পতাকা,
রক্তের পতাকা!।
পরাধীনতায় রক্ত ঝড়ানো পতাকা,
স্বাধীনতায় দেশ রোধের পতাকা।
রক্ত মাখা পতাকা,
রক্তের পতাকা!।
শুন্য মায়ের কোল রক্তে রাঙ্গানো পতাকা,
শূণ্য মায়ের আঁচল রক্ত ঝড়ানো পতাকা।
অজস্র প্রাণ শত ক্ষত বিক্ষতের পতাকা,
স্বদেশের রক্তে রাঙ্গানো পতাকা।
রক্ত মাখা পতাকা-
রক্তের পতাকা,
রক্তের পতাকা!।
অজস্র প্রাণ দৃঢ়তায় নতো নিরনতো বলীদানের পতাকা,
বুকের রক্তে শোষণে পূর্ণতা ঝড়া পতাকা।
রক্ত মাখা পতাকা,
রক্তের পতাকা!।
দিনরাত্রি সাইরেনের ধ্বনি রণডাঙ্কা বাজির পতাকা,
দিবানিশি নিদ্রা অনিদ্রা রণের পতাকা।
রক্ত মাখা পতাকা,
রক্তের পতাকা!।
হাজার অগুন্তি লাশের মৃত্যু হাঁক ডাকের পতাকা,
আপন স্বজন পরিজন হানীতার পতাকা।
রক্ত মাখা পতাকা,
রক্তের পতাকা!।
স্বদেশের ভূমি স্রোতে নদী রক্তে রাঙ্গানো পতাকা,
অজস্র শিশু বলীদানের রক্তে রাঙ্গানো পতাকা।
রক্ত মাখা পতাকা,
রক্তের পতাকা!।
শত বছর শীরের রক্তে পদের রক্তে রাঙ্গানো পতাকা,
শত বছর শোষণের পীড়নে সাধনার পতাকা।
রক্ত মাখা পতাকা,
রক্তের পতাকা!।
শত বছর ঘরে ফুটপাতে আহার অনাহারের পতাকা,
শত বছর চাবুকে সতীদাহ রক্তের পতাকা।
রক্ত মাখা পতাকা,
রক্তের পতাকা!।
শত মনুষ্য ক্ষত বিক্ষত শির: হাড় কঙ্কাল মৃতের পতাকা,
অজস্র মনুষ্য নারী শিশু ধর্ষ জয়ের পতাকা।
রক্ত মাখা পতাকা,
রক্তের পতাকা!।
সর্ব মনুষ্য জাতক জাতিকার হুঁশিয়ার পতাকা,
সর্ব মানব মানবী দন্ডায়মান দৃঢ়তার পতাকা।
রক্ত মাখা পতাকা,
রক্তের পতাকা!।
পৃথ্বীর ভূমে্ ১৯৪৭সাঃ পূর্বের ভারতের রক্ত পতাকা,
যুগ যুগান্তরে বিশ্বের মাঝে প্রতিস্ফুতা রবির পতাকা।
রক্ত মাখা পতাকা,
রক্তের পতাকা!।
উড্ডায়ো মান পতাকা,
রক্ত মাখা পতাকা।
উদ্বায়ো মান পতাকা,
ভারতের পতাকা!।
রক্ত মাখা পতাকা-
রক্তের পতাকা,
রক্তের পতাকা!।