টাকার রাজ্যে টাকাই গোলাম-
সর্বোত্তম কতো যে দেখে এলাম,
রায় দিতে যে নাই টাকার আরাম-
কতো নিয়েছে তাঁর কি আছে পরিনাম।
নিরপেক্ষ সৎ নিষ্ঠার নাই বিরাম-
রায় চলেছে একো-নিষ্ঠার ধারায় অবিরাম,
মানুষ বুঝেছে রায়দান মনুষ্যের আগাম-
তবু চলেছে মনুষ্য ঊর্ধ্ব হতে নিম্নে পরিধাম।
জাস্টিস অভিজিৎ অমৃতা মান্থা ন্যায় নিষ্ঠ অটল-
অভিষেক মমতা আরো কতো সঙ্গোতা অন্যায়ে লিপ্ত টল,
নিরপেক্ষ একনিষ্ঠ বিচার করিতেই ডোকোমেন্ট করে স্থানান্তর হাল-
মূলপাঠ্য শিক্ষা বিদ্যাপীঠে রায় দেয় টাকায় নাজেহাল।
মান্থা রাখিতে চাও রাজ্য দেশের নবজীবন চির আস্থা-
যা মনুষ্যের দাও দূর্লভ আজীবন পাওনার ক্ষমতা,
চন্দ্রচূড় করিতে ধাও শশী চাঁদের কলঙ্কের রূপ দক্ষতা-
যা মনুষ্য সমাজের গর্ব নষ্ট করে বিভৎস বেহালতা।
কে জানি কি কতো পেয়েছে ভষ্টতার ভষ্ম্য পরিবার্তা-
যেথায় যে যা করেছে নিয়েছে তা পরিশেষে পরিমিতা,
মানুষ মানুষের জন্য ভুলে যেতে পারে কেহো?-
যদি ভুলে যায় সে- সে যে পশুর সমতুল্য।
দিব্য জ্ঞান সম্পন্ন কান্ডজ্ঞান হীন মানুষের হাল-
উপরে মিষ্টি বার্তা ভিতরে ঝলকানি আলোর বেসামাল,
দিব্য জ্ঞান সম্পন্ন কান্ডজ্ঞান বিহীন মনুষ্যের সামাল-
পেক্ষ ভুলে নিরপেক্ষ করে কামাল ঊর্ধ্বে তামাল।
মানুষ ঘুরিছে সর্বা মান-হুঁশেরা বোকা নয়-
বোকামিতা গড়িছে তাঁরা অক্ষয়কে করিতে চায় ক্ষয়,
ভালো মন্দো সৎ অসৎ ন্যায় অন্যায় বুঝেছো নিশ্চিয়-
রূপ দেখে নয় গুন করে গুণে শ্রেষ্ঠ শীর্ষ রায়ের বিষয়।
টাকায় বলে বিনিময় ছেড়ে ক্ষুধার রাজ্য নাট্যালয়-
সততায় চলে ন্যায্য ফেলে আন্ধার দেশ যাত্রালয়,
অন্যায্য ফলে যদিও রাজ্য দেশ করে ক্ষণিক মাত্রায় কতিপয়-
হোক পরিবর্তন বরংবার শাস্তিদিয়ে জনগণের রায় সর্বদয়।