মনের বাগিচায় ফুটেছিল ফুল-
ছুঁড়ে ফেলে দিয়ে করেছো ভুল,
না জানি কতো আমারি মাশুল-
দিতে হবে শত জানি ঝড়া কূল।
ও মান-হুঁশ মানুষ বোঝে না-
টাকায় টাকা ছাড়া মানুষ চেনেনা,
কেমোনে বোঝায় তুমি বলোনা-
কেঁউবা ফোটে কেঁউবা ঝড়ে ভুলের বাগিচা।
হৃদয়ের বাগিচায় ফুটেছিল ফুল-
ছুঁড়ে ফেলে দিলে তুমি আমারি মুকুল,
কেমোনে বোঝায় পুষ্প মূল-
ধরেছে ভ্রমে তোমারি আমূল।
পাহাড় জমেছে ওই আঁধার আলো জোস্নায়-
মরুভূমির মরীচিকা কাঁদে প্রেম ভালোবাসায়,
ভালোবাসা ক্রন্দন করে প্রেমের টানে অসহায়-
সৃষ্টি ও স্রষ্টার মাঝেই তুমি বন্ধনের আশায়।
প্রেম নিয়ে করেছো তুমি বড়ই মায়াবী-
প্রেম হলো হৃদয় অন্তর মনের অস্থায়ী একপাখি,
হয়তো কারো জন্য চিরদিনের মিল বন্ধন আঁখি-
আবার কারো দিন পরিশেষে বিকেলের সব ফাঁকি।
তোমার জন্য রক্ত বারির উপরে জীবন চিত্র আঁকি,-
তোমার কারণে ডুব সাগরের অতলে ত্রাণ আনি।
তুমি হাসো তুমি কাঁদো বিরল বিরাজো,-
তুমি ভাসো তুমি ডুবো নিরব আন্দোলনো।
ফুটিছো কুঁড়ি তুমি প্রেম ভালোবাসার মুখী-
স্বার্থ ত্যাগী নিঃস্বার্থে মাতি সর্ব কূলের মাঝি তুমি,
আরোহী বিরহীর কার্য তুমি কারণ অকারণের কান্ডারী-
সকলি পারো তুমি তোমাতে আছে সবিই পারগতি।
নূতনের ধ্বনি গাঁয়ের ভুমি ভূমিতে শুনি-
পৃথিবীর মাঝে গায় জয় জয়গান,
নব সাজে নবত্বের মাঝে বুলি-
বাজিছে বিশ্বে জয়ত্বের গান।
সুরে সুরে জাগে মনে আশা-
মনে প্রাণে জাগিছে জয়ের ভাষা,
জমে থাকা বহুদিন ধরে ক্ষোভে উৎপ্রেরণা-
ধৈর্য্যের বাঁধ ভেঙেছে নামে বান মনুষ্যরা।
মানুষের জোয়ার ঠেকাবে কে আর-
ছিনিয়ে আনরে তোরা সব অধিকার,
জনস্রোতে দিকে দিকে রক্তবারি ভাসে-
ঢলনামে পথে পথে মানুষের ভিড়ে,
স্লোগান শুনি দেশ বিশ্বের বদনে-
ভাঙনের আহ্বান করে প্রতিবাদে।
তবু ভালোবাসো তুমি ছলে আছিলায়ে-
কি আর বলিবো সব প্রেম বৃথা মৃছাতে,
তবু ভালোবাসে তুমি কৌশলে অভিনয়ে-
কি আর বলিবো তোমার প্রেম ভুবনে।