সৃষ্টি যবে অঙ্কুর হতে লব কুশ প্রজন্মে-
দৃষ্টি চয়ে জীব প্রাণী লবে সর্বসমে,
জন্মি ভেদে শিক্ষা নয়ে দুর্লভ ধরায়ে-
শিখন্তি ত্যাজে বিদ্যার নীড়ে ত্রাণ প্রাণে।
উদিয়াছি ছেদে কোমল দৃঢ় ভেদে-
জীর্ণ জরাজীর্ণ স্বচ্ছ অস্বচ্ছ অবলা প্রাণে,
পরস্পরায়ে জ্ঞান বিদ্যার ধারা লয়ে প্রজন্মে-
লুপ্ত হতে বিলুপ্ত কড়ে -উখান পতন চূড়া শীর্ষে।
বিকাশিতে কুঁড়ি যবে মুকুল হতে পুষ্প প্রতিস্ফূতে-
স্বয়ং স্বয়ংকে বিসর্জিতে জগতের হিতে বিলীন চাহে,
ধর্ম নহে কর্ম বহে ধর্মের চয়ে প্রজন্ম ফলে-
জীবন গমে প্রজনন তাহে ভারসাম্যের দ্বারে নির্ভরে।
প্রজন্ম বর্তমান পানে অতীতের সারে ভবিষ্যৎ গড়ে-
দোষী মাগে অলসতা হেলায় হ্যালে দায় নির্ভরশীলে,
বৃথা দায়ি মম্ কর্মের ভাগী প্রজন্ম সহচরে-
কর্মই ধর্ম ধায়ি শিখন্তি হাল ধরে পরিশেষে,
জন্ম নব জন্ম নির্ভরতা কর্মই প্রজন্ম-
ত্রক হতে দোঁহে মিলে বহুতে সম্মিলে সৃজনো,
শিক্ষায় দৃঢ়গাঢ় বিদায় জ্ঞানো-দিশা সাড়ো মনুষ্য-
অসৎ বর্জনো সৎ অর্জনো প্রবাহো পার্থিব জীবনো।