আমি না পাগলা মানুষ
শিশু হতেই হয়েছি আদুর-
একটু বড়ো হতেই আকুড়
বড়ো হতেই জন্ম নিলো মান-হুঁশ,
মায়ের বদনে ভূমিষ্ঠ হয়েই আঁতুড়
মায়ের মুখে শোনা গেলো মান-হুঁশ।
কর্ণে শ্রবণ হতেই শুনেছি মানুষ
সবাই নাকি মানুষের মতো মানুষ-
আঁখির পলকে দেখি আঁচি মান-হুঁশ
চোখের দৃষ্টিতে চাহি বাঁয়ি মানুষ,
স্বার্থ সিদ্ধিতে ভরা সমাজে মানুষ
নিঃস্বার্থে হাঁকে ধোঁকে আর্তে মান-হুঁশ।
আমি না পাগল মানুষ
ছোট্ট থেকেই শুনেছি মায়ের গুনাগুণ-
একটু বড়ো হলেই বলে সৎআচারুন
কোনোকিছু হলেই বলে বড়োর মাহাত্ম্য গুন,
ন্যায় অন্যায় সৎ অসৎ ভালো মন্দ
সব যেনো ভেজাল নকল ডুবলিকেট আড়ষ্ট।
শুনতেও খারাপ লাগে বাঁধে মান-হুঁশে
দেখে যাই মানুষের কীর্তি ভালোমন্দে-
সবাই তোষে আমাকে ভীতি কারণ অকারণে
আমি অসহায় অবলা দুর্বল অর্থ হীনে,
কিছু যায় না বলা মায়ের জাতে মানা শর্তে
কারণ অকারণ মেনে নিতে হবে অপকর্মা বোলে।
আমি না পাগলা মানুষ
সবাই স্বার্থ সিদ্ধিতে আটুক মান-হুঁশ-
যে যা বলুক করুক মানতে হবে অটুট
অপকর্ম পাপকর্ম মেনে নিতে হবে মানুক না-মানুক,
আমি না পাগল মানুষ তাই আমি অমানুষ
ভিক্ষা চাই মাগে তোমায় মান-হুঁশ।
কেমোনে বোঝাই মানুষে মানুষ
কুঁড়ে কুঁড়ে ধোঁকে হ্যালায় মান-হুঁশ-
অবহেলায় কাঁদে মানের গুনাগুন
তবু কি ফিরবে মানুষের হুঁশ,
ফেরাও তুমি মান-হুঁশের হুঁশ
সময় আছে সেই এখনো মানুষ।
ছোটো বড়ো যে যাই বলুক যাবে না কিছু বলা
সে যে মাতার শর্ত মায়ের মানা-
টাকায় টাকা ছাড়া মানুষ চেনে না
সে যে পিতার শর্ত বাবার মানা,
ভক্তি কাকে বলে আমি জানি না
ভালোবাসা কাকে বলে তাও মানি না।
আমি না পাগল মানুষ
যে যাই করুক আমি তাঁর ভুগ-
আমি না সবার প্রমুখ ভুক
তাই আমি সবার ভুখ,
কবে পৌঁহাইবে বেলা মানুষ
কবে আসিবে রাত্রি মান-হুঁশ।
আমি না পাগলা মানুষ
মানুষ মানুষে গড়ে আমানুষ-
কোনোকিছু হলেই দোষারোপ আমারে
সব দোষের বোঝা চাপে আমাকে,
কোনোকিছু বলা যাবে না আদুরে
কিছু বললেই লাগে মায়ার টানে।
আমি না পাগল মানুষ
বিনাদোষে দোষী আমার হুঁশ-
হ্যালামী দোষে ভোগে মানের হুঁশ
হ্যাংলামীর হিতে পশুরূপ অমানুষ,
আমি না চুপচাপ দেখি শুনি থাকি এখনু
সহি মানি তাই আমি পাগলা মানুষ।
আমি না পাগলা মানুষ
সবাইকে নিয়ে চলি মান-হুঁশ-
এমনিই কলিজা আমার টানটুন
সবাইকে আঁকড়ে ধোরে মনুষ্যত্বানু,
বিবেকে বাধেঁ মান-হুঁশে বাধেঁ পানে
প্রাণটা ত্রাণে টুকরে ঠুকরে কাঁদে।
যদি হতাম মানুষের মতো মানুষ
তবে ধোরে রাখিতাম মান-হুঁশ-
জীবন যাই যাবে প্রানে হাসি পাবে
মরণ হয় হবে ত্রাণে ম্লান হবে,
যবে সময় অসময়ে ইতিহাস ভেঙ্গে গড়ে
তবে দরকারে ইতিহাস ভেঙে ইতিহাস হবে।