আমি নবীন আমি প্রবীণ এসোনা মোর সামনে-
স্বার্থসিদ্ধির মোহী জীবন নাশী দেশদ্রোহী তোমরা সম্মুখে,
পরিনামে পেয়েছো কী ফল লোভিছো শত্রুরা নিয়ে দিয়ে।
কাঁপিছে দেশ বিশ্ব ভুবন নাশিছে অসংখ্য মানুষ স্বয়ং চিত্তে-
মাতে ধ্বংস বিধ্বংস ঊখান পতনে মানুষ নিজে আপন হৃদে,
পারো যদি এসো উচ্চশিরে শিরদাঁড়া খাঁড়া করে নিঃস্বার্থ আপসে।
রিক্ত মুখে বাংলা চেয়ে আছে মনুষ্যের দিকে-
মনুষ্যরা স্বার্থে লিপ্ত আছে রক্তাক্তের দিশে,
হারবোনা মোরা থামবোনা মোরা দশ্যুদের ভয়ে।
আমরা একসাথে চলবো লড়বো দেশ রক্ষার্থে-
বুক পেতে দেবো আমরা রক্ত চুষে নেবো দ্রোহীদের নিশে,
শত্রুদের নাশে জীবন মরণ আসে আসুক না সম্মুখে।
আমি নবীন আমি প্রবীণ এসোনা তোমরা সম্মুখে-
নিঃস্বার্থ হীনে স্বার্থবিনে শিরদাঁড়া বেঁচা অন্তর হৃদয়ে,
পারো যদি এসো নিঃস্বার্থ মনে শিরদাঁড়া খাঁড়া সামনে।
ভূমি কাঁদে ভূমি হাঁকে কান্না মায়ের বিরহের হৃদয় বুকে-
মানুষ তোমরা মাতিছো স্বার্থে জীবন নাশে রক্ত নিদে,
পরিনামে পেয়েছো কী ফল ফলিছো স্বার্থে নিতে দিতে।
করিয়াছো কোল শুন্য দিনরাত মায়ের ক্রন্দন হানিছো-
সমাজের মাঝে কলুষতা হানে স্বার্থ মনুষ্য জাতো,
নির্মমতা যখন পরিবারে মানবতা তখন টুকরে কাঁদে জানো।
মানুষ তোমরা অমানুষের রূপধরো তাতে কি ফল লভিছো-
মান-হুঁশকে অর্জন করো পশুরূপ আচরণ ধারন বর্জন করো,
অতীত বর্তমান ভবিষ্যৎ বার্তা শিরোয় রেখে মান হুঁশের মতো বাঁচো।
প্রকৃতির সৃষ্টি দেহী দেহি বিধি বিধাতার লেখনী-
মানুষ বাঁচার উদাহরণ দৃষ্টান্ত স্বরূপ ব্যাখ্যা বিশ্লেষণী,
তোমাদের জন্যে সৃষ্টি ভবিষ্যের মাহাত্ম্য বাণী দৃষ্টান্তী।
চলো মোরা কাঁধে কাঁধ রেখে আমরা একসাথে বাঁচি-
আমরা চলবো লড়বো অন্যায়ের প্রতিবাদ করবো ন্যায়ধারী,
ন্যায়ের-রূপ ধরবো দেশদ্রোহী হাটাবো সব শত্রুদের নাশী।
নব হতে নবত্মের রূপধারী পুরনের রূপচারী মনুষ্যের লাগী-
আজো বেঁচে আছি তোমাদের জন্যে সৃষ্টি হতে সৃষ্টির মাগী,
সৃষ্টি বায়ি সৃষ্টির মাঝে চাহি মানুষ হতে স্বরূপ ধারী।
আমি নবীন আমি প্রবীণ এসোনা তোমরা সম্মুখী-
স্বার্থ নিয়ে জীবন নাশে সমাজের দ্বারে স্বার্থ সিদ্ধি,
মোহের টানে কামিনী কাঞ্চন মরে সাগর সমুদ্র নদে বারি।