মুক্তি চাই! মুক্তি চাই! -মুক্তি-
স্বাধীনতায় হীনতার মুক্তি চাই -মুক্তি,
জাতীয় নিরাপত্তার মুক্তি চাই -মুক্তি-
পৃথ্বীর সর্ব শক্তি মোদের কড়ে শক্তির মুক্তি।

মনুষ্য মুক্তি চাই মুক্তি চাই -মুক্তি-
মেঘার বজ্র বিদ্যুৎ নাশা শক্তি,
সমাজকে গড়তে প্রদীপ শিখায় রক্তী-
মানুষের দ্বারা কৃত নাশা কৃত্তির মুক্তি।

মুক্তি চাই মুক্তি চাই -মুক্তি-
বিধি বিধাতার দ্বারা সৃষ্টির মুক্তি,
নারী নির্যাতন ধর্ষণের মুক্তি চাই -মুক্তি-
নারীত্বের অঙ্গীকার চাই -নারীত্ব সর্ব মুক্তি।

নারীত্বের মুক্তি চাই মুক্তি চাই -মুক্তি-
নারীত্বের অধিকার থেকে বঞ্চিত মুক্তি চাই -মুক্তি,
সামাজিক সচেতনতার মুক্তি চাই -মুক্তি-
নারীত্বের ব্যবহার থেকে বঞ্চিত মুক্তি চাই -মুক্তি।

সমাজকে করেছে আলো হতে আন্ধার-
দেশকে গড়েছে মুক্ত হতে কারাগার,
শিক্ষাকে করেছে ভিক্ষার দরবার-
নারীকে মারিছে পুতুলের কারবার।

শুধু হাহাকার চারিদিকে লুটপাট হুঙ্কার-
রক্ষকের কারবার ভেকধারী উন্মেদারের লুকাচার,
সহানুরবর্তীর লেকচার কৃপারথীদের ভষ্টচারের দ্বার-
করেছে বেসামাল মানুষের মান-হুঁশ ভষ্মাকার।

মুক্তি চাই! মুক্তি চাই! মুক্তি চাই-
শতকোটি মানুষের প্রাণ ত্রাণের মুক্তি চাই,
রক্তে রাঙানো মাতৃ ভূমির মুক্তি চাই-
লাল রক্তে রাঙ্গানো তাজা প্রাণের মুক্তি চাই।

স্বাধীনতার দ্বারে দ্বারে করেছে অকালে বিকল-
মুক্তির দ্বারে দ্বারে দেশকে করেছে বিফল,
স্বাধীনের ত্বরে উড়ছে জয় জয় জয়কার-
স্বাধীন বলে্ মায়ের রক্ত ঝরে হাহাকার।

অহংকার লোভ লালসা হিংসা বিদ্বেষ দ্বিধা দ্বন্দের মোহে উঠেছে ভোরে-
স্বার্থের তানে ঝঙ্কার বাজে দেশ জুড়ে দেশের নাশে,
আজও রক্ত ঝরে বিশ্বজুড়ে মানবমাঝে মাটির বুকে-
রণডঙ্কা নয় শান্তি চাই বিশ্বময় ধরণীর কোলে।

এমন দেশে জন্ম আমায়-
কোথাও যেন নাহি ঠাঁই পাই,
কোথা হতে কোথা যায় কূলের দিশা যে নাই-
পথিক এসে থমকে দাঁড়ায় একটু বাঁচিবার আশায়।

রক্তে ঝরানো শিরের ঘর্ম ভূমির মুক্তি চাই-
বুকের রতন মায়ের আঁচল পাতানোর মুক্তি চাই,
স্বাধীনতা দিবেনা সেদে নিতে হবে ছিনিয়ে করায়ত্বে-
জাতি ধর্ম বর্ণ ভুলে এসো একসাথে হাতে হাত রেখে।

শীর্ণ দেহে পাতিয়াছে রক্ত ঝরানো প্রতীক তান-
জীর্ণ দেহে রাখিয়াছে ক্ষত দন্ডায় বিজয় প্রাণ,
নাশিতে বালাই-ত্রর আল্ তুঙ্গ ত্রবার ত্রাণ-
গড়িতে কানায় ধর তামাল -সঙ্গ সংহার দান।

নিজ দেশের দেশের মাটি সোনার চেয়ে খাঁটি-
ভিন্ন জনে নাই বাসী মুক্তায় ভরা হাসি,
নিজ দেশের মাতৃভূমি আলোর দিশা হাঁনি-
ভিম দেশের পথিক তুমি আঁধার বাসা বাঁধি।

গেয়ে যাই সাম্যের গান-
নেই কোনো ভেদাভেদের তান,
উড়ছে ধরায় জয় জয়গান-
সৃষ্টির পানে দৃষ্টিতে সর্ব সমান।

মুক্তি চাই! মুক্তি চাই! -মুক্তি-
কামালের দ্বারা সৃষ্টি,
মুক্তি চাই! -মুক্তি-
মুক্তি।