লিখেছে নিয়তি জগৎমাতা ধাত্রী-
লিখেছে নিয়তি বিধাতা বিধি,
পিতা শুধু উপমা উপমানি।
তুমি দাতা তুমি দানি,- বামেতে রাহি রাখি-
রেখেছো ধরণি নরতে নারী রূপ লুকি,
কি দোষের দোষী আমি ভিখারি-
লিখেছে নিয়তি আমি দিন ভিখারি,-
"দিনশেষে মজুরি তোমারে পূজি
লিখেছে নিয়তি আমি ভিখারী।"
লিখেছে নিয়তি ঘড়ির কাঁটায় চলে জীবনি-
লিখেছে নিয়তি ছিন্ন ঝরা পাতায় উড়ি,
ধরায় এই নয়ন মাঝে আঁখি তারা ভাসি-
ধারায় এই নয়ন জলে আঁখি জলে ভাসি।
তুমি মাতা তুমি পিতা তুমি জগৎধরনি-
তুমি পিতা তুমি মাতা তুমি জগতপতি,
কিবা দোষের আমি জগৎ মাঝারী -
লিখেছে নিয়তি বিধি বিধাতা ধাত্রী।
করিনি ভুল আমি তোমারে- আমি তোমারি
করেছো ভুল শুধু তুমি আমারে - তুমি আমারি-
ভালোবাসি হায় হায় আমি তোমারে - আমি তোমারি
কি করে বোঝায় তোমায় তুমি আমারে - তুমি আমারি,
"ভালোবাসা গেঁথেছি তাসের ঘরের মালায়"।
কি দিয়ে পূজি কি দিয়ে ভোজী আমি তোমারি -
লিখেছে নিয়তি জগৎ বিধি বিধাতা ধাত্রী,
কি দোষের দোষী আমি ভিখারি-
কি দোষের দোষী দিন মজুরি,-
"কি দোষের দোষী আমি দিন ভিখারী"।
নরতে নারী নারীতে নর আমি ভিখারি,-
"লিখেছে নিয়তি আমি ভিখারী"।
নরতে নারী তুমি নারীতে নর গতি-
কেনো করো মিছে বৃথা অহংকারী,
তুমি ছাড়া আমি - আমি ছাড়া তুমি-
নাই যে কোনো গতি।
"কেনো করো শুধু অহংকারী"।
ঘড়ির কাঁটায় জীবন চলে-
তোমাতে আমায় মতী,
বুক চিরে কেমন করে-
দেখায় তোমায় ভালোবাসি।
নরতে নারী তুমি
নারীতে নর গতি-
আমি কি দোষের দোষী
ভিখারী দিন ভিখারি আমি,
আমি ভিখারি
লিখেছে নিয়তি।