হাঁটিছি মোরা আলো আঁধারে-
দিবানিশির আন্ধার আলো চিড়ে,
দিন রাত্রির মিলিতে জীবন যাপনে-
সুখ দুঃখ কান্না হাসি মিলেই জীবনে।
সম্মুখে আঁধার আলো দিগ দিগন্ত-
পশ্চাতে আলো আঁধার দূর দূরন্ত,
হাঁটিতেছি মোরা মাঝচিড়ে অফুরন্ত-
চলিতে চলিতে হঠাৎ থমকে দাঁড়ায় জ্ঞাত অজ্ঞাত।
বাঁচিবার ত্বরে ছুটেছি খাঁটিকে ভুলে-
থাকিবার জন্যে ভুলেছি সত্যকে ছুরে,
লুটিবার লোভে ছিনিছি ন্যায়কে ভ্রমে-
ভোগীবার মোহে মারিছি অন্যায়কে ত্রুটে।
শুধু বাঁচিবার জন্যে সর্ব মনুষ্যে-
বাস্তবে শিরদাঁড়াকে শিকেয় গুঁজেছে,
নিঃস্বার্থকে মুড়ে স্বার্থকে শিরেয় তুলে নাচে-
দিব্য জ্ঞান সম্পন্ন কান্ডজ্ঞান হীন মনুষ্যে।
জীবনের পথ সিঁধা নয় বড় অক্রবক্র-
সুধা অমৃত ফেলে ছুটেছে মানুষ চূড়ায় চক্র,
বিপদ যখন সম্মুখে আসে অনিবার্য যতো-
স্মরণ তখন পশ্চাতে থাকে যোম ক্ষত বিক্ষত।
একই জল আলো বাতাস ভূমিতে মনুষ্য জীবিত-
একই রক্ত মাংস ফসলে গড়া মানুষের অহংকার কতো,
এসেছো একা নৈরাস্য হাতে ধরাধামে মুক্তো-
যাবেতো একা নশ্বর রাখে শরীর পৃথ্বে নিশ্য।