হে জীবন্ত রেখা তুমিই কি সীমান্তরেখা?-
যে রেখার ডানে বামে নামে মানচিত্রে বাঁধা,
স্বাধীন হয়েও পরাধীনতার মাঝে রাত কাটে আই কার্ডে-
এক ভুমিতে ভূমির ভাগে চিহ্নবিনে সীমান্ত থাম বসে বুকচিরে।
হে সীমান্তরেখা তুমিইতো জীবন্ত রেখা মানচিত্রে-
মেলামেশার মাঝ দ্বারে জীবন কাটে সাইরেনে,
জীবন মরণ সীমা কাটে জিরো পয়েন্ট বিভাজনে-
কারো ভূমির জমিবাড়ি ছেদনকরে দেশভাগে ভুমির দাগে।
হে সীমান্ত তুমি করেছো খন্ড-
কাঁটাতারে মত্ত রেখা জীবন্ত,
করেছো বিভক্ত ধরিত্রীর রক্ত-
গড়েছো স্নিগ্ধ মায়ের রত্ন।
বিভীষিকা রাখিয়াছো দুই দেশের শর্ত-
মানচিত্র আঁকিয়াছো একই সীমান্তের থার্ম,
পতাকা ডাকিয়াছো জিরো পয়েন্টের সীমান্ত-
প্রতীক ধ্বজা হাঁকিয়াছো চিত্র দেশের দূরত্ব।
শান্তির মাগে রাখিয়াছো কুঠিরে তোমারি বুকে-
দেশের তরে সাক্ষী আছো ভূমির শির উচ্ছ্বাসে,
পাড়িয়াছে তোমারি টপকে শত্রু মিত্র মানুষ সর্বে-
বৃষে বৃষাক্ত সনে বৃষাক্তা সীমানার দর্প দেশ রক্ষে।
নিদ্রাহীন দিবারাত্রি উদ্ভব সৃষ্টি সমদ্বারে রক্ষি-
বিনিদ্রা জাগ্রত দৃষ্টি আপসে সহিয়াছো সীমান্তি,
স্বার্থহীন নিঃস্বার্থ বিহীন নৈশ্যে আছো বর্ডার নামি-
কতশত অজস্র মৃতের হাড় কঙ্কাল আছে সহস্র পড়ি।
মিলিয়ন বিন্দু জিরো পয়েন্ট নামে মিত্রু-
হিসাব কি আছে! রক্ত বহে বন্যা রুপে মায়ের অশ্রু,
দিবানিশি বলিদানে আদর্শ মরে মুক্তির যুদ্ধে শিশু-
হিসাব কী তাঁর? সিন্ধু গ্যাছে প্রাণ নাশে ত্রাণহানে বৃন্দু।
কাঁটাতারে মুক্তি নামে শান্তি ঝরে আদর্শ মিলনে-
মায়াজালে শক্তি হানে বুদ্ধি কড়ে শান্তির বিলনে,
শত মানুষের প্রাণ ভাসে রক্তের স্রোতে মুক্তি দানে-
কত ত্রাণে জীবন বাগে দেশের তরে বিনিময় হীনে।
হে সীমান্তরেখা নিয়েছো শত্রুর প্রাণ-
দিয়েছো ফিরিয়া অগুন্তি মিত্রের ত্রাণ,
মর্ত্য হতে ঈশানে বায়িয়াছো সূর্যের কিরণ-
সীমান্ত হতে দিবারাত্র রাখিয়াছো দেশের সম্মান।
ঘাট হতে আঘাটে নদী খাল বিলে-
পথ হতে আপথে মাঠে জঙ্গলে অবস্থান তমে,
তবুও তোমার মান বিশ্বের সমান সর্বে-
যুগ হতে যুগে সীমান্ত মহান দেশের তরে।
উরছে সীমান্ত রেখা দৃঢ়মান-
গড়ছে জীবন্ত প্রাণ তাজা রক্তে বলিদান,
হে সীমান্তরেখা তোমাতে মহান-
রুদ্ঝ দ্বার করো মায়ের আশীষ উড্ডায়মান।
যে দেশেরি আমি হই না কেন সীমান্ত বর্ডার-
সৃষ্টির রক্ষিতে দেশ দ্রোহী কে করো সংহার,
রুদ্ঝ করো দ্বার বিষাক্ত নাশিতে বৃষে আঁধার-
সীমান্ত রক্ষিতে স্রষ্টার দ্বারে নিষ্ঠার দরবার।
সীমান্ত রক্ষির বারে্ রুদ্রের দ্বারে আছি-
মোরা জীবন দানে রক্তের প্রাণে ভাসি,
দিতেছে যান কতশত বলিদান রক্তে জামি-
পেয়েছে মান শতকত মুক্তির প্রাণ ভূমে বাসী।