এক জনমে নইকো পূরণ
বাকি যে কতো আহরণ-
চাই ভালোবাসা বহু জনম
তোমায় আমি চির জনম,
থাকবো আমি আরো ভূবন
তোমায় নিয়ে সারা জীবন।
এক জনমে নইতো পুরন
আর জনমে পাই যেন চরণ-
তোমায় নিয়ে আমি সারাক্ষন
বাঁচি যেন মরন আমরন,
থাকি আমি তোমায় আলোড়ন
চাহি আমি তোমায় আবরণ।
এক জনমে নয়কো পূরণ
বাকি যে কতো গমন-
ধরায়ে মুষলে গগন
শান্ত নিখিলে ফলায় কখন,
প্রখর ফাগুনে ফোঁটায় যখন
সময় বিলীনে ঝোরোনা তখন।
এক জনমে নয়তো পুরন
বাকি যে কতো চলন-
অঝোরে তম ফুটায় যখন
সময় মলীনে ঝরোনা তখন,
চাঁন ওঠে ফুল ফোটে জ্যোৎসন
দিবানিশি উঁকি মারে এখন।
পাহাড়ে ফুল ফোটে শুষ্ক ডালমূলে
ভূমিতে কুঁড়ে ধোঁকে ফল্ক খরাতে-
পাথরে বুক চেড়ে চরের ক্রন্দনে
ফাটলে দান করে জীবন পাঁড়ে,
পারবেনা তুমি তাঁরে আপন করিতে
পারবো আমি তাঁরে জীবন দিতে।
ঝর্নায় বুক পাতে অসহায় পাথরে
আঁচলে মায়া ডাকে কাঁদে আদলে-
ফোটায় স্মৃতি যবে প্রাণ ত্রাণে
ঝোরোনা মিছি তবে প্রীতি জীবনে,
নইকো পূরণ এক জনমে
চাই ভালোবাসা বহু জনম মরণে।