বিশ্ব ভাষা মাতৃভাষা -জগৎপ্রতির বার্তা-
বিশ্ব শিক্ষা মাতার শিক্ষা -মহৎ গতির নিষ্ঠা,
ভাষার শিক্ষা শিক্ষার মিত্রা -শ্রুত গতির মাত্রা-
দোষটা তো আর শিক্ষার নয় -চ্যুরুত প্রতির শিক্ষা।
দোষটা আমারি সর্বত্রী-
সতত থাকা সত্ত্বেও চেষ্টা করিনি,
দোষটা জ্ঞাত অজ্ঞাত ভ্রান্তির-
মতত ভ্রম আমার শিক্ষা নতির।
জনশ্রুতি বাণী দিয়ে শির তোলে পরিত্রাণে-
স্বপ্ন বিন্যাসে কল্প খোঁজে মাথা খুঁড়ে অন্তরালে,
আর্তনাদে মৃত্যুর জিকির ভরে অগ্নির লেলিহানে-
চিৎকার সর্বহারা সভ্যতায় জমে শূন্যের সন্ধানে।
দোষটা সভ্যতার নয়,-
দোষটা আমারি।
রূপ আজ বহুরূপে মুক্তির ভাসমানে-
তপ্ত কাফনে নগ্ন স্রোতে শক্তির ব্যবধানে,
নিরন্তর আর্তনাদে ভন্ড চলে সর্ব গ্রাসীর মাঝে-
স্বাধীনতার স্বাদে প্রত্যাশা ঘোরে মনুষ্যের ললাটে।
ভ্রমটা স্বাধীনতার নয়,-
দোষটা আমারি।
ভ্রষ্ট প্রেমের নগ্নতা-
মান হুঁশের নিম্নতা,
কলিযুগের সভ্যতা-
জ্ঞাত মনুষ্যের শিক্ষনতা।
তৃষ্না প্রেমের গভীরতা-
উষ্ণ বেগের শিথিলতা,
শুষ্ক প্রেমের নর্ম্রতা-
রসো দেশের শিক্ষনতা।
দোষটা ভালোবাসার নয়,-
ভ্রমটা পূর্ণ অপূর্ণতা আমার।
স্বচ্ছ প্রেমের প্রদীপ জ্বলে কোথায়?
নষ্ট জ্যোতির আলো নেভে সেথায়,
সৃষ্টি প্রেমের কুপী জ্বলে গভীরতায়;
কীর্তি বেশের দৃষ্টি মেলে হেথায়।
নষ্ট হয়ে তৃপ্তি লুটায়-
রসিক ভ্রমর ভ্রমরী মাদকতায়,
দোষটা ভালোলাগার নয়-
আমার পরস্পর শিক্ষানতায়।
শত নারীর শতরূপ-
ক্ষত নারীরও শতরূপ,
সৎ ব্যক্তির জীবন হানি-
অসৎ ব্যক্তির মুখ মিষ্টি।
দোষটা রুপ ব্যক্তির নয়,-
মনুষ্যত্ব বিবেক চিত্ত আমারি।
মুক্তির সৃষ্টিতে বিষাক্ত জীবাণুর সৃষ্টি-
শক্তির দৃষ্টিতে অজ্ঞাত জীবন্তের জ্ঞাত বৃষ্টি,
পৃথ্বীর বুকে ঘোরে নিখিলের জীব প্রাণী-
মাতৃর বক্ষে শূন্য রতনে রক্ষ কেতাবী ধরিত্রী।
দোষটা মাতৃত্বের নয়,-
রক্ষণাবেক্ষণ দায়ী আমারি।
দ্বাপরে শক্তির পথে রুদ্রতা-
সত্যরে মুক্তির পথে সত্যতা,
কলিতে বলির পথে মিত্রতা-
মিথ্যাতে ধ্বংস ভষ্মে লুপ্ততা।
শিক্ষায় অশিক্ষা -স্রষ্টাতে নিঃস্বতা-
বিদ্যায় পূর্ণতা -মানুষে অমনুষ্যতা,
অজ্ঞানতায় জ্ঞানতা -জ্ঞানে অজ্ঞানতা।
জ্ঞাতে-অজ্ঞাত -অজ্ঞাতে-জ্ঞাত মনুষ্যতা।
দোষটা যুগ বিদ্যা শিক্ষার নয়,-
আমার মনুষ্য গুণের সর্বদয়।
দোষটা বিদ্যার নয়-
দোষটা আমারি চয়,
দোষটা শিক্ষার নয়-
মনুষ্য আমারি পরিচয়।
দোষটা বিদ্যাশিক্ষার নয়-
দোষটা আমারি চয়,
দোষটা আমারি-
বিষ ফলটা আমারি।
দোষটা যোগ বিয়োগ গুন ভাগের নয়,-
দোষটা আমারি।