আমি চির উন্নত বীর-
আমিই! দৃঢ় উন্নত শির:।
আমি পাত উৎপাতের ঝংকার,
আমিই! মনুষ্য সমাজের বিষাচার।
আমি শিরের শিং-এ খুঁজিয়াছি মনুষ্যের শনি-
আমিই! সমাজ বিভীষিকার ভাঙিয়াছি রীতিনীতি।
আমি বিশ্ব নিখিলে চিত্র বিচিত্রের রূপ ধারী,
আমিই! সমাজ নিখিলের মাঝে উখান
পতনের রণতরী।
আমি ছুটি দেশ-বিদ্রোহী-
আমিই! ছুটি দেশ-দ্রোহী।
আমি সত্যের নত-শির:,
আমিই! অসত্যের ক্ষত নাশ-বীর।
আমি অগ্নির ফুঁড়ি-
আমিই! তেজ্ তেজান্তরীর গতি।
আমি জল-বারির স্রোতধারি,
আমিই! দ্রুত হতে অতি-দ্রুততার গামী।
আমি পূর্ণিমার লগ্ন তিথি-
আমিই! দেশ হতে দেশান্তরী ছুটি।
আমি অমাবস্যার লগ্ন তিথি,
আমিই! অন্-দৃষ্টির সন্ধান খুঁজি।
আমি ধরাধাম পবনের দ্রুতি-
আমিই! অসভ্যতার সমাজ ভেঙে চূর্ণ-বিচূর্ণ করি।
আমি নুড়ি-পাথর ধূলি,
আমিই! ক্ষুদ্র থেকে বিস্তার আঁকার ধরি।
আমি মরুভূমি মরীচিকার বালি-
আমিই! তপ্ত থেকে উত্তপ্তের রূপধরি।
আমি মরুভূমির চোরাবালি,
আমিই! দেশ সমাজের দ্রোহী-কে পিষে মারি।
আমি রবি সূর্যের আলোক-জ্যোতি-
আমিই! সত্যের সংগ্রামী দেশের ত্মরে জীবন-বলি।
আমি ধর্মের দূত জ্যোতি,
আমিই! অধর্মকে নিশ্চিহ্ন করি।
আমি বারি-ভূমির মহাকাশি-
আমিই! মিত্র-দ্বারে শত্রুর-সনে গলাগলি।
আমি দৃঢ় উন্নত বীর,
আমিই! সংগ্রামের ত্মরে দুই-পাতে দুগ্ধ-বাটি চুমাচুমি।
আমি দেশবাসীর জয়-বিজয় স্লোগানের তরী-
আমিই! মানব মানবীর ঘাতক প্রলবী।
আমি শান্তির লালিত বাণী-
আমিই! দেশবাসীর জীবন-মরণ তরী।
আমি মেঘের বিদ্যুৎ চমক-
আমিই! সাইরেনে রণ-ডংকার স্মারক।
আমি মেঘ গর্জনের বজ্র-পাতক,
আমিই! দেশ ধ্বংসের নাশক।
আমি চান্দের রূপ-ধারী-
আমিই! ধ্বংস নাশের পারস্পরী।
আমি চাঁদের আলোক জ্যোতি,
আমিই! উখান-পতনের জ্ঞাত-অজ্ঞাত ময়ী।
আমি স্বর্গ মর্ত্য মহাকাশের বারি-
আমিই! এক-গ্রহের বিভিন্ন রুপে রূপান্তরি।
আমি পৃথ্বী ভূমির মাটি,
আমিই! বিভিন্ন রূপ রূপান্তরে সাজি।
আমি উচ্চ-ঈশানের রামধনু-
আমিই! আলো-বারির সাতারণ তীর-ধনুক।
আমি উচ্চ-আকাশের কালপুরুষ,
আমিই! দিবানিশি সৎ-অসৎ এর মানুষ-
অমানুষ।
আমি পুরাতন খোদিত রক্ত-শিবির-
আমিই! প্রবীণ নব-নবীন পতিত-পাবনী।
আমি ভূমির বসতি-মাতা ধরন-ধরণী,
আমিই! জনতা নেতা-নেত্রী মন্ত্রী-মন্ত্রীনী।
আমি ত্রিধারা পৃথ্বীর আলোক জ্যোতি-
আমিই! দেশব্যাপী বিশ্ব-চরাচরে দিবানিশি জাগ্রতি।
আমি আলোক-কুপি সন্ধ্যার-বাতি তিলা-নাশি,
আমিই! স্বার্থে-নিঃস্বার্থে সৎ-অসৎ অর্জন-
বর্জন করি।
আমি উচ্চ-ধারার জলস্রোতে আগমনী-
আমিই! অমানবিক অন্-সামাজিককে ভেঙে নিঃস্ব- করি।
আমি ভূমিকম্প প্রলয়ের অনুগামী,
আমিই! দেশ-শত্রু দেশ-দ্রোহীকে ধূলিসাৎ করি।
আমি রবি শিশুর-বদন দৃষ্টিতে উদয়-প্রভাতী-
আমিই! অস্তি স্মৃতি লয়ে-দিমে সম-বিদায় যাতি।
আমি সূর্য-চাঁদ গ্রহ-নক্ষত্র সম-উদয় অস্তবায়,
আমিই! সম-কার্যে শোভা-দয় অসম-কার্যে
ব্যর্থচয়।
আমি এক-বৃন্তে জোড়া-পাতা-
আমিই! ধর্ম-জাতির নাই-কোনো ভেদি-ভেদা।
আমি এক-জবার দুই-সিসা,
আমিই! সব ধর্ম-জাতির পুষ্পার-পারস্পরা।
আমি হলাম দেশবাসী দেশান্তরী-
আমিই! হলাম জনতা-জনতি।
আমি হলাম বসত-বসতি রক্ষার-দ্বারি-
আমিই! হলাম দেশ দেশান্তরীর দ্রোহী।
_
_
((এখানে'আমি'বলতে -'আমিই' বোঝানো হয়েছে,-
'আমিই' বলতে -'মানুষকে' বোঝানো হয়েছে।))