২০২০- বর্ষ ধরি করোনার জেরি-
ঝাঁপিয়ে মানুষের প্রাণ ঝুঁকি,
আবহের রণবুলি মাঠ ঘাট খেতমজুরী-
ক্ষত বিধ্বস্ত ন্যাস্ত বলি করোনার জেরি।
প্রাণ খতসমে লুটিছে মদমত্ত হয়ে উচ্চবিত্ত,
মানবেরা দিন দরিদ্র দিনয়ানা পাতের অন্ন।
গায়ের রক্ত তোষনের ভরা ক্লান্ত,
ঝরা রক্ত তোষনে চোষনে মাতে ভন্ড মদমত্ত মস্ত। নেতাসতৌ ঝুঁকি প্রাণ চুরিতে মাতে হানে ব্যাস্ত,
দ্বারে শতাধিক মুনাফা লোভি মনোস মনুষ্য।
কর্ম হীন পৃথ্বীর সর্ব মানুষ কুলো,
অভুক্ত পৃথ্বী দেশের মানব নিম্নবিত্ত।
খোদিত স্বার্থে মনুষ্য নিঃস্বার্থে কহে-
সর্ব জনে যেন নিরোগ্য থাকে,
করোনার-মরগ হতে নিজে বাঁচিবার ত্মরে।
চালা কুঠিরে হাড়ি-কুঁড়ি ঘটি-বাটি দিয়াছে-
কাজীর হাতে তুলে।
পতির বাড়ি ছাড়ি বাপের ঘরি আসিয়াছে-
ঘরনীর সামঞ্জস্য সিঙ্গায় তুলি।
দিনা-আনা দিন-মজুরী অজস্র হারি ফুটান্ত উনুন- আজও ফোটে বাসি পান্তা-ভাতের আ-নুন।
শূন্য ঘরবাড়ি অজস্র দিন-আনার প্রাণ টুটে-
করোনার-মরগ জেরে।
সুধার অন্ন চুরিতে চুরি সর্ব স্থানে-
দ্বার সরকার বেদকার দপ্তরি ঘাটে,
খুদার রাজ্যে ক্ষুধার ভেরি ভাঙ্গে তরী।
লুটেছে বেপারী সস্তার মালি চড়া দামি-
সুযোগে ফান-পাতে ফাঁদে-পেয়ে গরিবের পুঁজি ঝারি,
দিয়েছে ফেলি কালোবাজারি করি মৃত্যুর মুখী ঠেলি।
কেবা ছড়ালো করোনা ব্যাধি দেশ বিশ্বব্যাপী-
নাইবা দেখি বাঁচি কিনা বাঁচি।
মৃত্যুকে উপেক্ষা করি পেটে গামছা বাঁধি,
করোনার স্মরণ ভুলি নির্ভুল জ্ঞাত অজ্ঞাতি;
হ্যালায় চলে মৃত্যুর পাঞ্জা করোনার সম্মুখীন রাজ্যবাসী।
আছে বাড়ির মাঝে সর্ব মানব জাতি-
চার দেওয়ালে বন্দী।
খাই নুন ভাত লঙ্কা পানি,
তিন বেলা চলে পান্তাভাতের আমানি।
কুমড়ো ঘ্যাট তরকারি কোথায় যেন গিয়াছে হানি।
যেন:-' ডিম মাছ মাংস যেন- সব হয়েছে আড়ষ্ট;
আষ্টেপৃষ্ঠের গন্ধ যেন- গরীবের থেকে বিদায় পাত্র;
নিরামিষ রন্ধের গন্ধ যেন- বেকার জীবনের গাত্র।'
দেশ বিশ্বে সরকার বেসরকার দান বেগি-
মাতিছে করোনার জেরে- বাঁচানোর ত্মরে।
দানিতে ঝারিছে গরিবের পুঁজি; বাঁচানোর তরী,
মারিতে ঝরিছে নেতা নেত্রী স্বার্থ সিদ্ধি।
যেন-'মনুষ্যকে বাঁচাইবার ত্মরে তেরে আসে সিংহ,-
বাঘ নিজে বাঁচিবার ত্মরে প্রাণে মারে মনুষ্য।'
বিশ্ব নিখিল জুড়ে জনহীন তার পথে মিলান তানে-
ধরায় ঘন দিবানিশি তপস্যা করে একান্ত মনে।
জনশূন্য নিস্তব্ধ নিরবতার পালনে করোনার জেরে,
দিবারাতি গাঁয়ে পশু সম্ মনুষ্য ঘোরে।
যেন-'সর্প শিয়াল রুপি মনুষ্য ঘোরে,-
দিবানিশি সর্বত্রে দ্বেষ খুঁজি বারে।'
ধরার মাঝে কত চিত্র বিচিত্র দিবারাত্র,
করোনার জেরে মনুষ্য করোনায় ধৃত।