মান হুশ মানুষের জন্য,
মানুষ মানুষের গন্য।
সুযোগে মুনাফা যোগায়,
ব্যস্ততায় মস্ত বড় গায়।
হাঁকিতে লুটায় দিবা রাত্রি কানায়,
বদনে লুকায় গোপনে পালাই।
দিনে গাঁয় চুরি বায়-
নিকাশ কেবা নাড়ায়,
নিশি বায় ক্লেশ দয়-
রক্ত ঝরার হিসাব কোঁথায়?।
ক্ষুধার অন্ন পরিবাটি হস্ত-
শিশুদের কান্নার ছএ,
জাগিতে চাপা পড়ে ভন্ড-
মোড়লের তাগিতে ক্রমশ বদনে সেলুটপে গাত্র।
সুধার অন্নে সুধারানী মুনাফায় ধন্য-
নাম মাত্র বেকারত্ব মান্যগণ্য,
মোরগে দেশ বিশ্ব প্রাণ মদমত্ত-
এ্যান ফানি প্রাণ্য।
ভেকধারী আঁকড়ে ঝুঁকি-
দিন আনার শূন্য পরিবারটি,
ভিটা ছাড়ি ফুটপাতে ফুট পথে আঁকড়ে ধরি-
দু'মুঠো ক্ষুদার অন্নের ত্মরি।
পৃথ্বী ভূমির জন্মভুমি ভুলি,
কান্নাই কলরবী দেশবাসী।
কলরবে ফান পাতে সুযোগে-
হাঁক মারে মাতুব্বরে,
অজুহাতে ভেকধারী ভেকধরে চৌকিদারে-
বকেয়া বখশিশের হিসাব কষে।
আবহাওয়ার তটে-
ঝড়-বৃষ্টির ফাঁদে শূন্য হাতে,
কুঠিবাড়ি হানি লুপ্তপ্রায় চাষে-
নিঃস্ব মজুরি শূন্য পরিযায়ী প্রাণ গায়ে।
খড়াই দেশবাসী চড়ায় ব্যাপারী-
মরণদশা বেচারী,
দুই হাজার কুড়ি বর্ষ ধরি।
মৃত্যুর ভিড়ে জাতক জাতিকী-
সন্ধানে কেবা নর নারী,
ভাইরাস জীবাণুতে ভষ্মোতী-
জ্ঞাত অজ্ঞাতি।
ক্রন্দনে কলোরবী-
কান্নাই জীবন্ত বুক ফালি,
অগুন্তির জগত বিশ্ব ভারতবাসী-
নির বদনে হাসি ক্রন্দনি।
দশ মাস দশদিনের ক্লান্ত বলি-
ক্লেশ দয় দানি,
শত বাধা শত ক্লান্তির মজুরি-
বৃথা বলিষ্ঠ বলি ক্রদি।
দিবা গতে নিশি যবে-
নিশি গতে দিবা যবে,
জাতক জাতিকা নর-নারী জনম ত্মরে-
জগত বিশ্বের মাঝে ক্রন্দন রবে....।