নিজেরে গোছাতে তুমি পেতেছো ফারী
রাজ্য দেশকে করিতে ফালী ফালি-
জাগিছে পৃথ্বীর মানুষ অগ্নিতে তীব্র
জতই মগজ ধোলাই করো প্রখরে তীক্ষ্ণ,
প্রবল সহিছে আঘাত দুর্বার দুর্জয়
বহিছে রক্ত শিরায় দুর্দম দাবানল অপরাজয়।

অবিসংবাদী মনুষ্যরা হয়েছে অপ্রতিদ্বন্দ্বী
অদ্বিতীয়রা আগামীর প্রত্যাশায় জাগিছে জাগনী-
পথচারীরা মাতিছে দ্রোহীকে উপেক্ষা কোরে গমনী
অপ্রতিরোধ্য হয়েছে নবসব জাতক জাতীয়,
মিথ্যা ভন্ডামী ভন্ড ভন্ডামি সব নাশিতে আগ্রহী
বলি হবে করো জোরে কর হস্তি।

উঠুক তুফান জাগুক প্রান কলতান
তাদের ওই সব বৈভব সম্বল ত্রাণ-
অগ্নি লাগাও ক্রোধে সজোরে বান
তরুণদের হৃদয়ে জাগাও আগুয়ান,
নবীনদের মনে উদয় করো ঐকান
প্রবীনদের প্রাণে উচ্ছ্বাসে মাতো আগুনে মান।

ভাসুক প্রলয় ভাঙুক ভীতভয় কহান
আসুক নব নতুন দিনে আহ্বানের বাণ-
জলন্ত অগ্নিকুণ্ড করেনিয়ে হস্তয়ান
চলেছি মোরা বিজয় রথে জয়গান,
চলেছে গোরা জয়দন্ড মানে মান
থামবোনা মোরা হোকনা মৃত্যু ত্রাণ।

যাঁদের আহার নেই অন্ন নিরন্য
তাঁদের কান্না থামেনা ক্রন্দনো-
তাঁহাদের রক্তে রঞ্জিত রাঙানো ভূমি মত্ত
আজ প্রতিশোধ চাই শুধু অগ্নিঝরা আসক্ত,
হয়েছে দেশ মানুষের বৃষে বিষাক্ত
হচ্ছে মস্ত তোমার কর করো শক্ত।

অগ্নিঝরা এই দিনে ছাবে কান্নায়
হানাদের রবে শুধু ছাই আর ছাই-
নতুন সূর্য্য ঈশান আকাশে নীলিমায়
মুক্ত হবে সব দেশ স্বাধীন দেশ তাই,
গগনে চন্দ্র রবি তারা উদয় অস্ত যাই
শশী সূর্য্যি গ্রহের মতো হবে তাদের বিদায়।

মানুষ হয়ে মানুষ হতে চায় বৃক্ষ
মানুষ হয়ে মানুষকে মনে করোনা গন্য-
নিজেকে তুমি নিজেই মোনে করো মান্য
মানুষ বলবে তোমার ধন্য কি নিধন্য,
বৃক্ষরূপ মানুষকে মারছো তুমি অসংখ্য
ত্রাণ পরিত্রাণ ঠাঁই হানিহবে তোমার অভিমান্য।

দিয়েছো তুমি গাত্রে পায়ে নিরালায়
সাদা শান্তি সবুজ ধৈর্য্য ত্যাগে গেরুয়াই-
ভুলেছো অর্থে গাঁয়ে গায়ের শক্তি অহংকারে তাই
এসেছো ধরায় দুদিনের জন্যি করিছো বালাই,
ভবে মানুষ নাইবা দিলে মান যাবে কোথায়
পৃথিবীতে ছাড়াহীন হবে একদিন চিরো বিদায়।