সেই ছোট্ট ছেলেবেলা-
খেলেছি কতো খেলা,
আপোষে হেলা অবহেলা-
সাদরে সর্বে মেলামেশা।
কানামাছি ভোঁ ভোঁ-
যাকে পাবি তাঁকে ছো,
জোরে নয় আঁচ দেয়-
চিমটি কাটে আলতো আদর ছোঁয়াই।
ডান্ডা গুলির পার কাষ্ঠ গুলি দেশছাড়-
মার মার আরো জোড়ে মার,
তিন বারিতে করেছে একেবারে দেশান্তর-
ডান্ডা গুলির দ্বারা এপার ওপার বাংলার।
খেলেছি গাদি লবনগাদি হাডুডু কবাডি-
ছোঁয়া ছুঁয়ি বাদ বিবাদ গাত্রজোড়ে কানামাছি,
লাফালাফি ষোলো বত্রিশ গুটি বাগবন্দী-
মানুষ করেছে স্বার্থ নিঃস্বার্থ ধর্ম বর্ণ ভেদ বিভেদ জাতি।
খেলিছি দিয়ালটক্কা চালতা গদ শালগুলি-
মাতিছি জ্ঞান ব্যার্থি দিব্য হেরি জীবন প্রাণ স্বার্থ সিদ্ধি,
কানেকথা কপাল ঠোকা লুকোচুরি গুলি সর্বমিলি-
বলিছে স্বয়ং বুলি পশ্চাদে সর্প ফর্ণির বিষি নুমালচুরি।
চোখবাধা গাছেওঠা ব্লাক ব্লাক গঙ্গাসাগর কুমির কুমিরি-
জ্ঞাত ভুলে অজ্ঞাতকে স্বাক্ষকরি আপন পর মিশ্রিতি,
দিয়ালগাথা চোরচোর হুঁশ হাড়িভাঙ্গা পুলিশি-
অপদার্থ ভরেছে পশ্চিমবঙ্গে ধর্ম অধর্ম নিয়ে করে হানাহানি।
বুড়িরচু কিতকিত মোড়ক গোলাছুট প্রমুখ-
করিতে পিরিত হারিয়েছে কতো রতনের মুখ,
খাই একবিগেদ তালগাছ কলাগাছ ভুত-
গড়িতে নিম্ন হতে উর্দ্ধে করিছে নিশ্চিহ্ন মানুষে অমুক।
সেই ছোট্ট ছেলে বেলা-
উদয় সূর্যে প্রণাম পূর্ব দিশা,
গোধূলি সন্ধ্যায় চন্দ্রকে ছেলাম সর্বক্ষণা-
সন্ধ্যার প্রদীপ জ্বেলে তুলসী তলে রাত্রে তারাগোনে মানুষেরা।
মানুষ ধরিছে মানুষের ত্বরে মনুষ্যত্বের হাল-
মানব করিছে সমাজের জন্যে সমাজ সামাল,
নর নারী গড়িছে মত্ত অসমাজে বেসামাল-
মানব মানবী মাতিছে লিপ্ত কামে নাজেহাল।
সেই ছেলে বেলার ভোরবেলা-
আমকুড়ানো ঝড় বৃষ্টির মাঝখেলা,
ফুলকুড়ানো ভোরবেলার শিউলি তলা-
সময় পাটে শিক্ষা পাঠে শুধুই লেখাপড়া।
সেই ছোট্ট বেলার ছেলে বেলা-
কুপি পিদ্দুম হেচাক হেরিকেন প্রদীপ বাতি জ্বেলে শিক্ষা,
আজও আছে শিক্ষার স্মৃতি জুড়ে লেখাপড়ার বিদ্যা-
তাঁদের জেড়েই উঠেছে মেতেছে গড়েছে উখান পতন লিপ্তা।
সেই ছোট্ট বেলার ছেলে বেলা-
কাঠি দোয়াত কড়ার কালির গাছের পত্রে শিক্ষা,
মাটির ছিলেট পেন্সিলে লেখা বৃক্ষের পাতায় মোছা-
শুকিয়ে যা জলপোকা চলে যা আমার স্লেট শুকিয়ে যা।
সেই ছোট্ট বেলায় দেয় শিক্ষায়-
সদা সত্যের জয় করি ব্যর্থ নয়,
সত্য আশ্রয় মিথ্যা হীন আশ্রয়-
সত্যমেব জয়তে করিব্যর্থ নহে সর্বদয়।
সদা সত্যময় করিব্যর্থ নয়-
অহংকার লোভ লালসা মনুষ্যত্বে ক্ষয়,
হিংসা বিদ্বেষ ঘৃণা হৃদয়ে নয়-
দ্বিধা দ্বন্দ মিথ্যা বিদ্যার অপচয়।