বৃক্ষ তুমি সর্ব জাতির উত্তম উদ্যোগী
দিয়াছো পুষ্প ফল্কো অরণ্য ভারসাম্য বজী,
আমি শুধু দেখি আর দেখি
সবুজের দ্বারাই আমরা বেঁচে আছি।
মানুষ শুধু সবুজ খায়
বিষাক্তে নষ্টে ব্যস্ত সবাই,
গাছ লাগানোর আছে কি বালাই!
অনটন হতে চলো সবে গাছ লাগাই।
আঁখি চাই সবুজ ঘেরায়
দেহ চাই সবুজের বাগান জুরাই,
সবুজ বায় সর্বদায় আরোগ্যের ঠাঁই
রোগ্যের নির্মূল মানুষের কড়েই উপায়।
উঠেছো তুমি ভূমির বক্ষ ভেদি
সর্ব জীব প্রাণী মানুষের লাগি,
উচ্চশিরে উন্নত মূলের দৃঢ় বৃক্ষ তুমি
দুঃখ কষ্ট সহি ছায়া দানের বীর দেহী।
মানুষ হারিয়েছে বিশ্বাসের নিঃশ্বাস
মানব মারিয়াছে নিঃশ্বাসের বিশ্বাস,
হারাচ্ছে অরণ্যের সাদের সাধ
খাদ্যে গড়িয়াছে বিষের বিস্বাদ।
আমি শুধু দেখি আর দেখি
খাদ্যের অরণ্য থেকে নেই মুক্তি,
বিষের বিষাক্ত হতে নিরুপায় নিস্তারি
রোগ্য হতে আরোগ্যের আস্তানা ঢের কতিপয়ি।
অরণ্য আরোগ্যের জন্য সবুজের ভীষণ দরকার
তুমি ছাড়া জীব প্রাণী মানুষের জীবন ব্যর্থ সবার,
তুমি বিনা বিশ্বব্রহ্মাণ্ড পৃথ্বী নিখিল ব্যর্থ হাহাকার
তোমরাই পারো বিশ্ব নিখিল সবুজে ভরতে আবার।
আমি শুধু দেখে যাই ত্রাণের ঠাঁই
সবুজ লাগানো সবার ভীষণ দরকার,
শহর নগরে কোথাও গাছ নাই
বাগানে পথে ঘাটে গাছ রোপন সবার দরকার।
আমি শুধু দেখতে চাই সবুজ কানায় কানায় পূর্ণতায়
কোথাও যেন পূর্ণ হতে শুন্য নাহি রয়,
এসো সবাই হাতে হাত মিলায়
ভেদা ভেদ ভুলে সবাই বৃক্ষ লাগাই।
গাছ লাগাও প্রাণ বাঁচাও
বৃক্ষ বাঁচাও জীবন বাঁচাও,
সবার উপকারীতায়
বৃক্ষ লাগাই।