খেলিছো পুতুল খেলা জীবন নিয়ে
খেলিছে পুতুল খেলা জীবন দিয়ে-
সাগর জলে দিঘিতে ভালোবেসে
দিয়েছো কী ভালোবাসা ভালোবেসে,
পেয়েছো কি ভালোবাসা জীবন দিয়ে
পেয়েছো কি ভালোবাসা জীবন নিয়ে।

মেতেছো তুমি জীবন খেলায় ভ্রমে
ঘোর প্রভাত ভোরে ঈশান গগনে-
আহার জোগাও তুমি কুঠি ছেড়ে
শিশির নিশিরে বৃষ্টি গাঁয়ে মাঘে,
নিয়ড় বিন্দু পরে ভূমির বক্ষে
দৃষ্টি আঁখি নয়ন ম্যালে পদে।

ছুটিছো তবু নব জাতক জাতিকা লিয়ে
অধিকার খোঁজে দেশ হতে দেশান্তরে-
অন্ধকে জাগাতে মুক্ত উদ্ধারিতে আলোতে
ভাঙিনি ঘুম জাগ্রত নিঝুম ঘুঙৈ,
আছে তাঁরা স্বার্থে দেশ নাশিতে
আখের গোছাতে ব্যস্ত লেশ দ্রোহীতে।

তুমি লিখিছো কবিতা জয়গান
তুলে রাখিছে মানুষ সব আগুয়ান-
সিন্ধুকে রাখিছে সব রক্তের লেখা লেখান তুলে
জানিতে নাই পারে বিদ্যা  জ্ঞানে,
ছাপ মারে টিপ মারে সব নিরাক্ষরে
মুনাফা গোছাই মিথ্যা ভন্ডামীতে জোকরে।

খাট পালঙ্কে সাজিছে কতো পাপি
সে তো তোমারি ধরায় ভবে মানুষের সাঝি-
গিয়াছে কতো দেশবাসী
রজনী ফুল নাইবা জুটি,
বাঁশের দোলাই চড়ি
মহান মানব মানবী।

বৃষ্টি নামে দৃষ্টি হারায়
লাল লোহিতে রক্তে-
রক্ত ঝরাই বৃষ্টি ধারায়
শহীদ হলো শত্রুর হিংস্রে,
দেশের মাটি রক্তিম হলো রক্তায়
মাতৃ ভূমি রক্ষিতে প্রাণনাশে।

বিষাক্তকে নাশিতে প্রান গেলো অসংখ্যে
মুক্ত বাতাস রহিতে ভিটেমাটি হানে-
দ্রোহীকে হানিতে বিদ্রোহী করে অজস্রে
রাঙামাটিকে আগলে ধরে রাখে সর্বে
ছারে জীবন রক্ত দিয়ে নিয়ে,
মুক্ত বাতাস রাখিতে নাশে ত্রাণ পরিত্রাণে
দেশবাসী রূপধরে বহুরূপে ধ্বজা-ধারী রোহিঙ্গিতে।

ছুটিছে ন্যায়দন্ড হাতে জয়ধব্জা কড়ে জয়ের প্রতীক নিয়ে
যাই যাক প্রান হারায় হারাক ত্রাণ পরিত্রাণ সংগ্রামে-
মুক্ত স্বাধীনতা চাই বাধাহীনতায় বিদ্রোহী কোরে
পরাধীন নয় স্বাধীনতা চায় দ্রোহী নাশে,
শত্রু নাশিতে বলিদান চলে রক্তাক্ত ভূমি শিখাতে
রক্তে ছাবে জয় বিজয় হবে রাঙাবে মাটি যাবে রবে যানপ্রাণে।

ন্যায় বিচার নিয়ে ছুটিছে জনগণে করে শক্ত মুষ্ঠে
মানবেনা তাঁরা হারবোনা মোরা ফলে বিফলে-
হার পরাজয় ভুলে তাঁদের উপেক্ষা কোরে চলেছে মিত্রে
হোকনা ক্রশ রক্ত চক্ষুতে গ্রোস বিবেকহীনে,
আনবো আমরা ফিরে রক্তে রাঙানো রঞ্জিত দিনে মাতৃভূমিকে
হোকনা ভুমি সেতো আমাদের মাটি খাঁটি জন্মভূমি পৃথ্বে।

ডাকিছে বাণের বান মেঘ বজ্রের আহান
খামার নদী সাগর সমুদ্র জলবিম্বুতে সয়ান-
পাতিছে ফান করিতে ফাঁদের আহ্বান
বিদ্রোহের পাহাড়ে স্বয়ং আছে কতো মহান,
বিদ্রোহীর বাহারে নাইকো নারাজ দেশের স্বরাজ
আছে রাজ ক্যাবোল বিদ্রোহীর পাহাড় দেশাচ।