উরেছে জয় জয় কলতার,
নিষ্ঠুর কুদাচার।
নেই কোনো বিচার,
শুধু অবিচার।
অবিচার-
বিচার!।

কোরছে বিলাপ,
নেই কোনো খিলাফ।
নিষ্ঠুর নির্মমচারে,
করেছে নীরব।

কোরছে জয় জয় জয়কার,
বিজয় মরণ তার।
নেই কোনো সদাচার,
অবিচার-
বিচার!।

ন্যায়ে ধর্মাচার,
কর্মে কূলাচার।
ধর্মে নেই কোনো বিচার,
অবিচার-
বিচার!।

করছে-চলছে-
মেতেছে-উঠেছে-
ভিকাচার,
অবিচার-
বিচার!।

করেছে মন শান্ত ছাড়া,
আকূলে বিকল।
ভিটে বাড়ি পরিজন-
ভাই বোন নির্জন,
নেই কোনো আপনজন।
করেছে অবিচার-
বিচার!।

করেছে কোল শূন্য ছাড়া,
মানিকের মানিক হারা।
ভরেছে মানিকের আঁচল দানি,
কাঁন্নায় মুছো আনি।

করেছে পাষাণে অবতার,
নেই কোনো বিচার।
শুধু অবিচার-
বিচার!।

ভরেছে জয় জয় কলতার,
নিষ্ঠুর কদাচার ।
নেই কোনো বিচার,
শুধু অবিচার।
করেছে অবিচার-
বিচার!।

মানিকের কাজল,
বুকের আঁচল।
ধরেছে ফাটল,
শুধু নিটোল।
নেই কোনো বিচার,
শুধু অবিচার-
বিচার!।

নিষ্ঠুর বলীযান,
নির্মম চারে বলীয়ান।
কাঁন্নায় নদী চড়ে চোখের জলে,
মায়ের বুক ভেজে- আঁখি বলী দানে।
নেই কোনো বিচার,
শুধু অবিচার।
অবিচার-
বিচার!।

মৃত্যুর বরণে মরণ,
আসিতে নয় চরণ।
করিতে আপন,
বরণে মরণ।
শুধু অবিচার,
অবিচার-
বিচার!।