কাল ভেদিয়া উঠেছি বৃক্ষ পত্রটি-
মহাকাল ছেদিয়া মুষ্টেছি ভক্ষ বীজি,
সত্যকে জাগিয়া অঙ্কুরি দক্ষ খুঁজি-
দ্বাপরকে মারিয়া কলিতে নিষ্ঠার খাঁটি।
ভূমিতে মাথা নুইয়া শিষ্টার লাগি-
ঈশানে শির উঁচিয়া শিক্ষার বায়ি,
আঁধারে অন্ঝ ঘনিয়া দিব্যর জ্ঞানী-
আলোতে বদ্ঝ জ্যোতি জ্ঞাতি অজ্ঞাতি।
মারিয়াছো আগা গোড়া ছাটিয়া সর্বদিশা-
গড়িয়াছো বাসা ক্ষুধা জীবিকা স্বার্থপীড়া,
বাহিয়াছি মৃত্তিকা সুধা বৃক্ষ বীজের ভক্ষ-
আনিয়াছি অমৃতা মিত্রা ভক্ষ বীজের বৃক্ষ।
শির দৃঢ়ে মাথা তোলে চারা সৃষ্টির প্রতিবাদে-
সভ্যতার কালচারে সত্য জাগে দৃষ্টির অগ্নিদাহে,
সর্বতার বাঁধা নাশে উর্দ্ধ ওঠে স্বার্থ হীনে-
সবাকার প্রাণ দানে আগামী পাতে বৃক্ষ বীজে।
ভেদিয়াছি পৃথিবীর তরে ভূমির বুকে-
ছেদিয়া চিত্রাকর্ষতির বলে্ জীনের দহে,
গর্ব করি মানের পেক্ষাপটে সিদ্ধের চিত্ত চয়ে-
আগামীর দিনে আগমনী রক্ষিতে অঙ্কুরোদ বহে।
অন্ঝ ঘরে আয়নার বদন দৃশ্যে চিত্র এঁকেছি দগ্ধে-
চিহ্ন বেঁধেছি ভূমির গর্ভ খুঁড়ে ঊর্ধ্বকাশে ,
বদ্ধ দ্বারে সচেনতার টনক নরে-
অর্থ বাহে সামাজিক তার মানচিত্র কড়ে।
তপ্ত আভা অগ্নি বহে লাভায় পারস্পরির সনে-
নিখিলে মাতি কষ্টিপাথরে যাচি পাথর বাটির পাড়সিদে,
আগ্নেয় গাবি হীমের নিশীতে চাহি দিবারাত্রি পানে-
পৃথ্বীতে জাগি বিদ্যের শিক্ষিতে বাহি জ্ঞান জ্যোতি দানে।
সৃষ্টিশিল বায়ি গতিতে অগ্রগতি -জীবন বাহী প্রতিদিন-
জীবন বাগী পুষ্প মুকুল -তরুতে মিথুন সর্বশি মিন,
বীকায়ে যায় বারেক মিলায় সর্বতি জীন-
শিক্ষাতে হায় জ্ঞাত অজ্ঞাত বিলায় বনস্পতি ভিন।
অগাধ-অবাধ কতবার আনিছে সিধায় সিদা-
বৃক্ষখেতে কতবার ঘনীয়েছে বাঁধা নিষ্ঠুরতা,
মানুষ্য মানুষীর দুর্বিচার অন্যায়ে গাবিছে পীড়া-
জগত বিরহীর দুঃখের ছায়া ছাবিছে কালো শিরা।
উঠিয়াছে ভক্ষ বীজের বৃক্ষটি ঊর্ধ্বশির ছেদে ভূমি-
পরিয়াছে স্বার্থভীরের পত্রটি সার্থক হতে অনর্থের নিষ্ঠা পুরী,
কাল ভেদিয়া উঠিয়াছি ত্যাজি বৃক্ষ পত্রটি আজি বিষে
কালান্তরী-
মহাকাল ছেদিয়া জাগিয়াছি আগামীর মৃত্যুকে জয়ী আগমনী।
যুগ হতে যুগান্তর কতশত দ্বীপান্তর আছে কি তার নিশানার অক্ষর-
ধূলায় মূর্ছিত বিভীষিকায় পান্ডুলিপি গচ্ছিত দিশে সাক্ষর,
শতাব্দী থেকে শতাব্দী ধরে মৃতেও জীবিত আছি তারিই পথ পানে দিশার-
প্রহায়বে কবে আঁধার কালো হতে আলোতে আদর্শ মনুষ্যত্বে বিকার।
সত্যজাতো সৃষ্টি আবির্ভাব সৎ উৎপন্ন বৃক্ষ বীজী-
নবজাতো উৎপত্তি অবতীর্ণ অসৎনির দ্রুতগত ভক্ষ সৃজনী,
স্বার্থ নাশি -পরার্থে ত্যাজি সৃষ্টিতে বৃক্ষ বীজের ভক্ষ-
নিঃস্বার্থ গামী -পরবীনে পৃথ্বীতে জাগি রক্ষিতে ভক্ষ বীজের বৃক্ষ।