মাগো ভাবনা ছাড়ো-
চিন্তা কেন,-
মোদের উপর নির্ভর করো-
ভরসা করো আস্থা রাখো।
মা-গো-
মোরা নইকো ভীতু -
নইকো ভীরু,-
আমরা আছি বজ্র মুঠে-
তোমার মাটি পাঁজর জুড়ে।
বুকের ব্বলে-
সাহস কড়ে,-
যুবক চলে-
তোমার মাটি মাথায় তুলে।
তোমার ভূমি দেশের মাটি-
দুর্জয় ঘাঁটি গড়তে পারি,
আছি মোরা রক্ষ জুড়ি-
জানি আমরা মাতৃ তুমি।
মা-গো-
শত্রু এলে লড়তে জানি-
অস্ত্র হাতে ধরতে জানি,
হাসিমুখে মরতে পারি-
ন্যায়ের সিধে আকাশ থেকে বজ্রহাঁনি।
মাগো ভাবনা ছাড়ো-
চিন্তা কেন,-
মোদের উপর নির্ভর করো-
পবন তেজে অগ্নি জ্বালো।
মোরা নইকো ভীতু-
নইকো ভীরু,-
আমরা ছুটি তোমার ভূমি বক্ষে তুলি-
আমরা রাজি তোমার রক্ষী রক্তে বাজি।
পরাজয় মানবো না-
হারতে আমরা পারবোনা,-
অপমান সইবো না-
শত্রুদেরি ক্ষমা আমরা করবো না।
মাগো ভাবনা কেন-
চিন্তা ছাড়ো,-
মোদের উপর ভরসা করো-
আস্হা রাখো।
আমরা তোমার শান্তি দানে শান্ত ছেলে-
আমরা তোমার শান্তি রক্ষী প্রতীক রুপে,-
শত্রু এলে প্রতিবাদ করতে পারি-
চিরদিনি হাসিমুখে মরতে জানি।
মা-গো-
আমরা আছি আমরা থাকি-
তোমার মাটির রক্ষী দ্বারি,
হারবো না জয়ের দুর্গ ছাড়বো না কোনদিনি-
জয়ের খাঁটি বিজয় ঘাঁটি গড়তে জানি।
মাগো-
ভাবনা ছাড়ো-
চিন্তা কেন,-
মা-গো!
মা-গো।