আমার দেশটার নাম ভারতবর্ষ।
স্বেচ্ছা স্বাধীন অঙ্গীকারের নাম ভারতবর্ষ।।
দেশ দ্রোহীর প্রতি বিদ্রোহী যুগ যুগান্ত কর্ম।
তেত্রিশ কোটির জীবন বলিদানের বিনিময়ে স্বাধীনতা ভারতবর্ষ।।
সার্বভৌম গণতান্ত্রিক দেশের নাম ভারতবর্ষ।
সবুজ বাংলা ধনও ধন্নে পুষ্প ফলে ভরা সোনার নাম ভারতবর্ষ।।
আমার দেশের নাম ভারতবর্ষ।
দুর্জয় দেশের নাম ভারতবর্ষ।।
দামাল ছেলে দুর্গম দেশের নাম ভারতবর্ষ।
কামাল ছেলে কদমতল দেশের নাম ভারতবর্ষ।।
বিশ্বের প্রতীক চিহ্ন ভূমির নাম ভারতবর্ষ।
গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ দেশের নাম ভারতবর্ষ।।
নিঃস্বার্থ মিলিয়ন বিন্দুর নাম ভারতবর্ষ।
স্বার্থ বিলিয়ন জীবন রেখার নাম ভারতবর্ষ।।
পরস্বার্থ চিরন্তন জীবন সরল রেখার নাম ভারতবর্ষ।
পরাধীনতার রক্তে গড়া স্বাধীনতার নাম ভারতবর্ষ।।
নারী আন্দোলনে অঙ্গীকার অধিকারের নাম ভারতবর্ষ।
অজস্র বলিদানে রক্তে রাঙা প্রবাহিত প্লাবন দেশের নাম ভারতবর্ষ।।
মনিবের বন্দী কুঠার হতে মুক্তির নাম ভারতবর্ষ।
পরাধীনতার বন্দী ছিন্ন করে শান্তির স্বাধীনতার নাম ভারতবর্ষ।।
শান্তনার বাণী জীর্ণ করে শান্তির বাণী মূল্যায়ন করার নাম ভারতবর্ষ।
ভীরু ভীতু ভয় কপটকে পশ্চাতে ফেলে স্বয়ং দৃঢ় সম্মুখীন হবার নাম ভারতবর্ষ।।
সুভাষ স্বামী রবী বিনয় বাদল দীনেশ কাজী ক্ষুদিরামের নাম ভারতবর্ষ।
জয় মাতার জয় -ভারত মাতা অক্ষয়,খাঁটি মাটির নাম ভারতবর্ষ।।
আমার দেশের নাম ভারতবর্ষ।
স্বেচ্ছা স্বাধীন আদর্শ ভূমির নাম ভারতবর্ষ।।
আমার দেশটার নাম ভারতবর্ষ।
সর্বভৌম গণতান্ত্রিক অঙ্গীকার অধিকারের নাম ভারতবর্ষ।।
সবুজ সুফলা স্বাচ্ছন্দ দেশের নাম ভারতবর্ষ।
বসতি মাতা তুঝে ছালাম দেশের নাম ভারতবর্ষ।।
নিখিলে একটাই জাত মানুষ জাত তাঁর নাম ভারতবর্ষ।
পৃথিবীতে মা তোমায় প্রণাম দেশের নাম ভারতবর্ষ।।