শিক্ষায় নেতা গাড়-
বিদ্যায় চুরি দ্বার।
নেই কোনো বিচার,
নেই কোনো সুবিচার।
শুধু নির্বিচার,
ব্যাভিচার!।

বিদ্যা পীঠে হীনাচার-
শিখন বেদে পুঁথি- গাড়।
নেই কোনো বিচার,
নেই কোনো সুবিচার।
শুধু নির্বিচার!
ব্যাভিচার!।

শিক্ষায় ঞ্যাত-অঞ্যাত-ভন্ড মন্ত্র গাড়-
শিখনতায় বিদ্যা পীঠের পাটে দুরাচার।
দিবানিশি-তায় শিশু ধর্ষনে স্বীকার,
নেই কোনো বিচার।
নেই কোনো সুবিচার-
শুধু নির্বিচার,
ব্যাভিচার!।

সমাজ দ্বারে-ভেকধারী ভেকীচার-
সমাজে লুট পাটে ভন্ডামি-তাঁর।
নেই কোনো বিচার,
নেই কোনো সুবিচার।
শুধু নির্বিচার!
ব্যাভিচার!।

দিবানিশি সম্মুখে চুরি-দ্বারে-
দিবানিশি স্বয়ং স্বয়নে ধর্ষিতার।
নেই কোনো বিচার,
নেই কোনো সুবিচার।
শুধু নির্বিচার!
ব্যাভিচার!।

গর্ভের সত্য জাতক জাতিকার নির্মোতার-
গর্বোর- নেই কোনো সমাধিকার।
নেই কোনো বিচার,
নেই কোনো সুবিচার।
শুধু নির্বিচার!
ব্যাভিচার!।

বন্ধ্যা মায়ের নির্যানতার-
শূন্য মায়ের কোল হিনতার।
নেই কোনো বিচার,
নেই কোনো সুবিচার।
শুধু নির্বিচার!
ব্যাভিচার!।

জাগো হে মানব সর্ব জাতি-
নেই কোনো ভেদা-ভেদি,
মানবতার মানবাধিকার সুবিচার;
করো হে ব্যাভিচারের সংহার।
নেই কোনো বিচার,
নেই কোনো সুবিচার।
শুধু নির্বিচার!
ব্যাভিচার!।

ক্ষুধার ক্ষুধার্ত সম্মুখে ভন্ডামি-তাঁর-
তৃষ্ণার জলাচরে জলাধারে বিষোধর।
নেই কোনো বিচার,
নেই কোনো সুবিচার।
শুধু নির্বিচার!
ব্যাভিচার!।

ক্ষুধার অন্নে ভাগবাটোয়া লোভি-দ্বার-
সুধার পাতে ঝাঁমা ঘষে মোহ-দ্বার।
নেই কোনো বিচার,
নেই কোনো সুবিচার।
শুধু নির্বিচার!
ব্যাভিচার!।

স্বার্থের অজুহাতে চিল চিল শকুন যুক্তে ভক্ষণ তাঁর-
বিদ্যার পীঠে কর্ক সর্প সরস ঈর্ষে ভাগাড়ে দংশনতার।
সমীনে- ছুটিছে ক্ষুধার্ত তৃষ্ণার্ত কড়হস্তে বেকার,
তদুপি হিংস্রর-পরি নেই কোনো বিচার।
নেই কোনো সুবিচার,
শুধু নির্বিচার!
ব্যাভিচার!।

দিনে রাতে বিকাশে ফাঁকি দ্বার-
দিবা রাত্রে অংশিদ্বারে- নিরোধিকার।
নেই কোনো বিচার,
নেই কোনো সুবিচার।
শুধু নির্বিচার!
ব্যাভিচার!।

জাগো হে জোয়ার ভাটায়-
জাগো হে ভূমন্ডলে ভূমিকম্পের রুপিকায়।
জাগো হে পৃথ্বীর বর্জ্যপাত জ্যোতির রুপিকায়,
জাগো হে মানব মানবী সর্ব-জোনায়।
জাগো হে,- জাগো হে,- জাগো- জাগো।

নেই কোনো প্রতিকার-
করো হে ব্যাভিচারের বিচার।
নেই কোনো বিচার,
নেই কোনো সুবিচার।
শুধু নির্বিচার!
ব্যাভিচার!।

প্রাণ বাঁচার তাগিদে ঝুঁকি-দ্বার-
প্রাণ রক্ষার তাগিদে মোহিদ্বার।
নেই কোনো বিচার,
নেই কোনো সুবিচার।
শুধু নির্বিচার!
ব্যাভিচার!।

জাগো হে রবি সূর্যের গ্রহণের রুপি-তাঁর-
জাগো হে চন্দ্র গ্রহণের রুপি-তাঁর।
জাগো হে মানব জাতি সর্বজোনার ,
নেই কোনো বিচার।
নেই কোনো সুবিচার।
শুধু নির্বিচার!
ব্যাভিচার!।

হারবে না কোনো দিন-
থাকবে না মরণ হীন।
রয়ে যাবে চিরদিন,
শাষণ হীনে ব্যাভিচার।
নেই কোনো বিচার।
নেই কোনো সুবিচার।
শুধু নির্বিচার!-
ব্যাভিচার!,
ব্যাভিচার!।