গর্ভে ধরেছে আমাদের মা
কতো সয়েছে জ্বালা যন্ত্রণা-
দিন আসে দিন যায়
অনাহারে দিন কাটায়,
রাত আসে রাত যায়
রাত কাটে জঠোর জ্বালায়।
কতো মা প্রাণ হারায়
একটি সন্তানের জনায়-
শতো কষ্ট জীবনে লুকায়
একটু সন্তানের মঙ্গলায়,
কতো মায়ের জীবন যায়
একটি সন্তানের আশায়।
রক্ত মাংস দিয়ে আমাদের
গর্ভে ধারণ করেছে মা-
পরিশ্রম কষ্ট লাঞ্চনা বঞ্চনা
ক্লিষ্ট ক্লান্তি সহকারী মা,
শিশু হতেই রক্তের সুধা
দানময়ী দানকারী প্রাণজীবী মা।
শিশু থেকেই লালন পালনকারী
মুখে বোল ভাষা শেখানো মা-
শিশু হতেই হাত ধরে দিবারাত্রি
হাঁটা চলাফেরা শেখানো মা,
শিশু থেকেই ভালো মন্দ দিশারী
সত্য মিথ্যা বুলী শেখানো মা।
শিশু হতেই বিদ্যা শিক্ষা পাঠদান-কারী
ন্যায় অন্যায় পথ দেখানো মা-
শৈশব থেকেই জ্ঞানে লিপ্ত প্রদানকারী
মান-হুঁশের মতো মানুষ হওয়া মা,
বাচ্চা হতেই মুখে অন্ন সুধা দানি দানকারী
উপোসী পথের দিশে দিবারাত্র জাগ্রতো মা।
জ্ঞানার্জন চর্চায় মত্তরাখা পথিকী হাতধারী
কোনোকিছু ভুল হলে সুধরে দেওয়া মা-
কোনো বাধা বিপত্তি হলে স্বয়ং পূর্বে অগ্রতি
বিপদ আপদে পড়লে দ্রুত সম্মুখীন মা,
কোনোকিছুর জন্যে বাচ্চারা আঘাত পেলে
স্নেহে মায়া মমতায় ভোলানো অগ্রগামী মা।
বাচ্চারা ভুল করলে সঠিক পথের দিশারী
কোনোকিছুর কমতি পূরণকারী কান্ডারী মা-
জাতি ধর্ম বর্ণ ভেদাভেদ দ্বিধাদ্বন্দ্ব নাশময়ী
অহংকার লোভ লালসা হিংসা বিদ্বেষ ঘৃণা নাশী
উচ্চ নিম্ন ধনী গরীব ত্যাগী জননী ধাত্রী ধরণী মা,
নিজের সমস্ত সুখ শান্তি দুঃখ বিসর্জন স্বার্থ ত্যাগী
শ্রষ্ঠা স্বাধ স্বাদ আহ্লাদ বর্জনী নিঃস্বার্থ ধরিত্রী মা।
নিজের সব সুখ শান্তি আড়ালে গুপ্ত রেখে
সন্তানের খুশি শান্তিতে আগ্রহী ব্যস্তময়ী মা-
নিজের ইচ্ছা খুশিকে বিসর্জন দিয়ে
সন্তানের মঙ্গলে তৎপরতায় মত্ত মা,
নিজের মান সম্মান ইজ্জত লজ্জা ভুলে
সন্তানদের মনোসত্ত্ব বিবেক নিবারণে উৎমগ্ন মা।
নিজে অসুস্থ হয়েও নারাজে গোপন রেখে
সন্তানদের সুস্থতায় উৎপ্রেরণা উদ্দীপনা মা-
জীবন মরণে সন্তানদের হাত ধরে রাখে
কোনোকিছু হলেই আপশোসে মর্মহতে লিপ্তে যুগ্ম মা,
সন্তানদের দুর্বিষহ হতেই সমব্যাথীত বিরহে মাতৃহৃদে
মলমূত্র নোংরা আবর্জনা ময়লা মোর্ছিত হয় আঁচলে মা।
ভুল করে সন্তানেরা কতো কথা আ-কথা কু-কথা বলে
গালি গালাজ করে তবুও আপোষে মানিয়ে নেয় প্রাণজীবী মা-
লাথি চড় মারে পিতৃ মাতৃ মায়ের গাত্রে আঘাত করে
আপন পর বলে ভাৎসনা করে তবু বন্ধনে থাকে গর্বে মা,
সন্তানেরা পিতা মাতাকে ভুক্ত অভুক্ত রাখে ঘরে বাহিরে
ঘরে রাখে বাড়ি ছাড়া করে সাজারীতে তবুও সন্তানের মঙ্গল কামনায় মা।