স্বাধীন দেশে স্বাধীনহিনে কে বাঁচিতে চাই-
আমাদের স্বাধীন দেশে স্বাধীনতা বড়ো অসহায়,
পরাধীন দেশে স্বাধীনতার বিনে চলছে লড়াই।
আমাদের দেশে স্বাধীনতার জোরে করছে বড়াই-
স্বাধীন দেশে পরাধীনতায় রয় মানুষের অলসতায়,
পরাধীন দেশে স্বাধীনতা হয় মানুষের দ্বারাই।

মোদের দেশে মানুষ বিরাজ করতে সকলে মাড়িয়া-
দোয়াত কালি কাঠি গাছের পাতায় মানুষ শিখেছে বিদ্যায়,
মানুষ গড়েছে মানুষের বিশ্বাসে বিদ্যা শিক্ষা শিক্ষায়।
বদলে আদান প্রদান দাদনে মানুষ বাঁচিছে জীবিকায়-
স্বাধীনতা এনেছে রক্তের মাণে মানুষ জীবন বলিদানে রক্তায়,
আজও আছে হাঁড় কঙ্কালে জমা রক্ত নদীর ধারা শহীদ রক্তাক্ততায়।

আমাদের দেশ হতে ইংরেজরা নিয়েছে সমস্ত লুটে-
করেছে অত্যাচার অবিচার পীড়ন তোষণ শোষণ নির্যাতন দেশে,
লাঞ্চনা বঞ্চনা মায়ের কোল হারা সন্তানকে বিদ্যা শিক্ষাই বঞ্চিত করে।
ইজ্জত নিয়েছে কতো মায়ের চাবুকে আঘাতে পশুর মতো মানুষকে নাশে-
মোদের দেশে আজ মানুষ করছে স্বাধীনের জোরে সমগ্র রাজে,
স্বাধীন দেশে নিজের দেশেই স্বয়ং মানুষ মানুষকে পরাধীন রেখেছে।

আমাদের দেশে দিনমজুরি ভিক্ষা করে খিদের জ্বালায় কুঁড়ে রাস্তায় মরে-
আজও ন্যায়ের বদলে অন্যায়ের ধ্বজা পতাকা নিশান কড়ে,
সৎ ছেড়ে অসৎ-এর পথে গোলা বারুদ বন্দুক নব প্রজন্মের হাতে।
স্বাধীন দেশে পরাধীনতা রয়েছে কতিপয় কিছু মানুষের সহায়তাতে-
পরাধীনতায় মানুষ হচ্ছে দেশদ্রোহীতা শত্রুতা স্বেচ্ছায় স্বচারিতে,
প্রাণ নিয়ে খেলিছে সদাই ত্রাণে মাতিছে জীবন মরণ ঠোঁটে।

দেশে করিছে মানুষ মানুষে রক্তের মৃত্যু পাঞ্জার খেলা মানুষেরা-
ভাইবোন পরিজন হারা আত্মীয় স্বজন পিতা মাতা হয়েছে শহীদ মিনা,
ভিটেমাটি ছাড়া মানুষের লাল রক্তে রাঙ্গানো চিতা অগ্নি শিখা।
ফিরাতে পারবে কি স্বাধীন দেশে হারিয়েছে যে স্বাধীনতা শহীদ ভবিষ্যৎতা-
পারবেনা তুমি আমি করে দ্রোহীতা বৃথা মিছে রক্তাক্ত মৃতা,
স্বাধীন দেশে ক্যানো করিছো রক্তে লিপ্ত শিরা দেশে শত্রুতা রক্তের খেলা।

আমাদের দেশে স্বয়ং জনগণে নব প্রজন্মকে বিদ্যা শিক্ষা থেকে বঞ্চিত রাখে-
অন্ন বস্ত্র শিক্ষা বিদ্যা অর্থ ভূমি ফসল নিচ্ছে লুটে মনুষ্যের যাকিছু লাগে,
স্বাধীন দেশে স্বাধীনতার জোরে মানুষ মানুষের স্বাধীনতা পরাধীনতায় রাখে।
পরাধীন দেশে সাইরেন বাজে যুদ্ধের ডঙ্কা মৃত্যুর দ্বারে কড়া নাড়ে-
নিঃস্বার্থ দেশে মানুষ মানুষে স্বার্থে উৎমগ্নে উৎমাদে রক্তে লড়ে,
স্বাধীন দেশে পারবে কি ফিরাতে স্বাধীনের বিনে যা গ্যাছে পরাধীনতায় আমাদের দেশে।

দেশের নব প্রজন্মরাই পারবে রক্ত মাখা শির করিতে উপশমা-
দেশের দামাল ছেলেরাই পারবে শত্রু নাশে দ্রোহীকে নাশিতে পীড়া,
দেশের তরুণ তরুণীরা পারবে সমাজকে রক্ষীতে কলুষতা ছাড়া।
দেশের নব প্রজন্মরাই পারবে সমস্ত বাঁধাকে রুখতে গড়ীতে স্বাধীনতা-
দেশের দামালরাই পারবে স্বাধীনতা ফিরাতে বন্ধ করতে পরাধীনতা,
ওরা নিষ্পাপ নিরীহ ওরা সাহসী নির্ভীক নির্ভীত দুর্বার উচ্ছ্বাসিতা,-
ওরাই গর্জায় বর্জায় ঝলসায় বিদ্যুৎ চমকে চমকে রুদ্রায় দামালেরা।


দেশের নব প্রজন্মরা নির্লোভ উদার উদ্ভাসিত মহাপ্রলয় অগ্নি শিখা-
ওরাই দেশের অতীত বর্তমান ভবিষ্যৎ উজ্জ্বল দীপ্ত দিশা,
ওরাই দেশের মণি মানুষের মণিকোঠায় পথের অনুগামীতা।
ওরাই দেশের চলন গমন চলমান রক্ষীতা ধারক বাহক আগমনীতা-
ওরা উন্মাদ উদাসী দেশের জ্বলন্ত প্রজ্বলিত ভবিষ্যৎ-এর প্রদীপ দৃষ্টা,
আমাদের দেশে ওরাই সব নির্ভর ভরসা সম্বল প্রতীক নিশান ফ্ল্যাগ ধ্বজা।

ওরা হুঙ্কার গর্জন আশা নিরাশা গাছ বৃক্ষ বিশ্বাসী-
ওরাই দেশের গতি অগ্রগতি উচ্ছ্বাস ঊখান পতনী,
ওরা দেশের মেরুদন্ড দেশে মূল চাবিকাঠি নয়নমণি।
ওরাই দেশের ন্যায় অন্যায় ধ্বংস বিধ্বংস নাশী-
ওরা দেশের লুপ্ত বিলুপ্ত দেশের উন্নতি অবনতি ন্যায়-স্বরূপ অগ্নিধারী,
ওরাই এনেছে স্বাধীনতা পুনরায় বিলাবে স্বাধীন দেশে স্বাধীনতা তোমারি।