টাকা নাই যে মনে
মোহর নাই যে মনে-
পারের কড়ি দেবো কেমোনে
বোঝাইবো কেমন করে আমি তোমারে,
বসে আছো তুমি হৃদয় মাঝারে
জানলা দরজা আছে কীনা বসত বাড়ীতে।

পারিনাই ছুঁতে জামিন ঘড়েতে
বসে আছো তুমি হৃদয় জুড়ে মাঝারে-
আমি বোঝাবো কেমন করে আমি তোমারে
বসে আছি তুমি আমি একই জমিনে,
ভুল করে বাউল বলিলাম বোলে
বিনা দোষে আমি অঙ্গহানীলাম তরে।

তুমি আছো আমি ডাকি কলম-বুলিতে
মিছাকোরে বৃথাবলে বাউল-ডাকে তোমায় জানিতে-
কেনো আছো চুপটি কোরে নারাজ আঁচেতে
আমি ডাকি আমি তোমারে,
বসতবাড়ি ভিটা ছেড়ে বাউল গানেতে
সুরের বীণা ছিঁড়ে গেলে আরকি পাবে ফিরে।

সুরের তালে লয় আসেনা আর যে প্রাণ যানে
কেনো আছো ঘাপটি মেরে আড়াল মনেতে-
আমি ডাকি তুমি আছো বদ্ধ কুটিরে
জীবন মোন প্রাণ হৃদয় আত্মা ত্রাণে,
অন্ধঘরে অন্ঝকারে যেতো যদি দৃষ্টিতে
তবে কি আর মনুষ্যের দরকে হবে পৃথ্বীতে।

টাকা নাই যে মোনে
পারের কড়ি দেবো কেমোনে-
বসে আছো তুমি হৃদয় মাঝারে
বসে আছি তুমি আমি একই জমিনে,
বারি ভূমি পবন আলোকি একত্রে মৃতে বাঁচি
ভেদাভেদ নাই বুলি ধরায় রাঁচিতে আঁচি।