এসো একসাথে বাঁচি একসাথে লড়ি-
একসাথে রহি সকল মানুষের জন্যি,
সকলের জন্যে তোমাদের মা আমি।
স্বার্থের ত্বরে স্বার্থকে আমি মানিনা-
বাঁচিবার হিতে আমি মিথ্যাকে সহিনা,
সত্যের নিমিত্তে নিঃস্বার্থে আমি মা।
স্বার্থের বিনে মানুষকে যে মা চাহে-
মাতৃত্ববোধ আছে কি তাঁর মোনে,
ডাইনি পিশাচি মা বলে সবাই তাঁকে।
মানুষের টানে যে মা সন্তানকে ফ্যালে-
তাঁকে মা বলে কি ডাকে সমাজে,
মাতৃত্ববোধ নেই তাঁর হৃদে অন্তরে।
জীবন রহিতে আমি তোমাদের মা-
কোরোনা ভয় কখনো বৃথা মিছা,
আমি আছি বিপদে আপদে সর্বদা।
তোমাদের মান করোনা কখনো মূর্ছা-
মায়ের মান কখনো করোনা লঙ্ঘনা,
একদিন হবে তোমরা জয়ের ধ্বজা।
যে মা মাতৃত্ববোধ নষ্ট করে-
তাঁকে কি সমাজের মাঝে সাজে,
মোহ কামিনী কাঞ্চন থাকে গহীনে।
অহংকার লোভ লালসা হিংসা বিদ্বেষে-
ঘৃণা দ্বিধাদ্বন্দ্ব মোহে লিপ্ত হয় অনেকে,
আঁচে ধারের কাছে যেওনা সেই মায়ের পাশে।
জগতের হেতু আমি তোমাদের মা-
স্বয়ং সম্মুখে রেখে চলো তোমরা,
জান্তে অজান্তে আঘাত করো সর্বা।
তবুও আমি তোমাদের মা-
জাগে যদি ন্যায় অন্যায়ের দিশা,
সৎ অর্জনে অসৎ বর্জনের দিগম্বরীতা।
সত্যের মাগে মিথ্যাকে নাশি মা আমি-
জগতের বিনে মনুষ্যের জন্যি আমি ধারী,
জীবন মরণে আছি মানুষের জন্যে বাঁচি।
এসো একসাথে বাঁচি তোমাদের লাগি-
এসো একসাথে লড়ি সত্যের চাহি,
পিতৃ মাতৃকে আগলে ধরি প্রজন্মের মাগী।
দেশ বিশ্বে ভরেছে সতীনের কলুষতায়-
যদি মাতৃত্ববোধে দ্যাখে তবে সৎমায়ের চয় কি পাই,
ভরেছে সমাজে সৎমায়ের চয় মহিমায়।
স্বার্থ বোঝে নিঃস্বার্থ ত্যাগে সামাজিকতায়-
এমন সমাজ চাই না আমি যে মা শীর্ষায়,
সত্যের জয় করি ব্যর্থ নয় মাতৃ ভূমিকায়।
মাতৃত্বে আমি যে তোমাদের মা-
জাতি ধর্ম বর্ণ উচ্চ নিম্ন নয় জয়টিকা,
ছোট বড়ো ধনী গরীব নয় সমান মাতৃকা।
সকল ভেদাভেদ ভুলে পরিশেষে মায়ের ভূমিকা-
পিতা মাতাই নব প্রজন্মের ভরসা ভবিষ্যৎতা,
অতীত বর্তমানই নির্ভর সম্বল প্রকৃত আমি মা।