আজও আমরা বেঁচে আছি-
সর্বভৌম গণতান্ত্রিক মানব জাতি,
আমরা ভারত ভূমির সর্বভাষি মাতৃবাহী-
আমরা ভারত মাতার ভারতবাসী।
স্বার্থে ত্যাজী ভুলে গেছো তুমি-
মানুষের দ্বারাই জয় বিজয় গদি,
যতোই করো মোন গড়া বুলি-
আমরা কি আর ভারত মাতাকে ভুলি।
দেখাচ্ছো তুমি বাংলার মানুষকে ভয়-
ভারতের মানুষ যে আছে মাতাকে ঘিরে নির্ভয়,
স্বার্থ সন্ত্রাসী দ্রোহী বাদী চোরকে নিয়ে করতে চাও জয়-
ভারতবাসী আছে ভারত ঘিরে রক্ত দিয়ে করিতে সত্যের বিজয়।
করেছো চলেছো মেতেছো কতো গুন্ডা ভন্ডামী-
জনগণের দ্বারা প্রেরিত শক্তি শাসক মস্তানি,
কতো যে আছে জুড়ি শাসকের বন্দুক গুলি-
একদিন গুড়িয়ে দেবে বুকের রক্ত দিয়ে শাসকের খুলি।
যতোই দেখাবে মানুষকে শাসকের ভয়-
ততোই দাঁড়াবে উর্দ্ধে শিরো তুলে নিশ্চয়,
রাজ্য সমাজ শিক্ষাকে করতে চাও ক্ষয়-
দেশ সমাজ শিক্ষাকে করিতে চাই অক্ষয়।
যতোই উঠুক ঝড়-বৃষ্টি জোয়ার কাঁটায় কমল-
একদিন হবেই নিস্তব্ধ নির্ঝড়-বৃষ্টি ভাঁটায় তমল,
যে দিকেই তাকাবে সাঁজে আঁধার কালো-
সময় হলেই ঘোচাবে আঁধার স্বাজে আলো।
যাহারা তোমারে পিষাইছে বায়ু-
তাহাদের কি রাখিয়াছো পরমায়ু?,
যাহারা তোমার বিষাইছে পরমায়ু-
নিভাইছে তম আলো,-রাখিয়াছো কি তাদের আয়ু?।
আজও আমরা বেঁচে আছি-
সর্বভৌম গণতান্ত্রিক মানব জাতি,
আমরা ভারত ভূমির সর্বভাষি মাতৃভাষি-
আমরা ভারত মাতার ভারতবাসী।