হাঁটিয়াছি পথ যুগ যুগ ধরে আগমনে-
চলিয়াছি ব্রত কাল হতে কালান্তরে,
রাখিয়াছি শপথ দিক হতে দিগন্তে-
বাঁধিয়াছি সমত পৃথ্বী নিতে বিশ্বজুড়ে।
উঠিয়াছি অঙ্কর ভেদি ভুমি নাড়া শিরি-
সত্যের সন্ধানী বিশ্বজয় করি পরিপাটি,
হাজার ভ্রমের মাঝে ভ্রান্তি কড়ানাড়ে ত্রুটি-
সুযোগে ফণা মারে সভ্য সমাজের মাঝে বিষাক্তী।
ভৃত নয় মোরা দৃঢ় উর্দ্ধে শির শিরা-
ভিতু নয় তোমা শিক্তো উচ্চ বীর রিক্তা,
যতোই করো পিড়া ধৃত নয় নিষ্ঠার দিশা-
ততোই হোক জিড়া মৃত নয় আগমনীতা।
আলো ছায়া খেলা করে মৃত্যুর মনুষ্য-
মানুষ পারেনি হতে নিখুঁত নির্ভেজাল্য,
সপ্ন আর কল্পনায় ডুবেছে সর্বদয় অগুন্তি মানুষ্য-
অন্ঝকার আর আলোর আল্পনায় আলাপচারিতার খেলাপি সম্পর্ক।
সর্ব দিয়েছি তোমাতে পৃথ্বীর সমস্ত ধর্ম কর্মের বাণী-
কবিতার মাঝে যেন মনুষ্যের দ্বারে দ্বারে ফোঁটাতে পারি,
নিম্ন হতে উর্দ্ধে তোমাদের দিশে রহিয়াছি চাহি-
নব প্রজন্ম সন্তানের স্বরে সুখ দুঃখের গান গাহি।
আজও মোরা বেঁচে আছি গড়িতে স্বচ্ছ সমাজ-
বৃথা নয় সিঁধা চায় মানুষের সুর তাল লয় স্বচ্ছ আজ,
জোর জুলুমে মনুষ্য করিতে চাই বিশ্বের রাজ-
জীবন প্রান ফাঁদে ত্রাণ নিয়ে মানুষ করিতেছে গ্রাস।
উদয় সূর্য গ্রহ নক্ষত্র তারা পৃথিবীর সর্বস্ব দিতেছে সাড়া।
উদিত চন্দ্র বারি পবন ভূমি অগ্নি পৃথ্বীর সমস্ত গমিছে ইঙ্গিতা,
মনুষ্য জীবন প্রাণ চলন গমন জড় অজড় সর্ব পৃথিবীর সহিতা-
নিখিলের যা কিছু সর্বসই মনুষ্যের আগমন বার্তা।