একটা ছিল ছোট্ট গ্রাম, পুকুর মাঠ ঘাট ।
রোববারেতে বসত সেথায় বিশাল বড়ো হাট ।।
সেই গ্রামে এক ছোট্ট কোণে ,থাকত নবীন দাদু ।
সবার সাথে বন্ধুত্তের , জানত সে এক জাদু ।।
গ্রামের কোণে চলছে বয়ে, পদ্ম-দিঘীর পুকুর ।
সকাল বয়ে আসে সেথায়, রোদঝলমল দুপুর ।।
সেই পুকুরে সবাই কাঁচে, নোংরা করে জল ।
বাসন মাজে, নোংরা ফেলে , পড়ছে পাতা-ফল ।।
পুকর সেথায় দুঃখী ভারী, কষ্ট তাহার মনে ।
দুঃখ তাহার যা আছে সব, নবীন দাদু জানে ।।
একদিন সেই নবীন দাদু – ওই পুকুরে পড়ে ।
আলোর শেষে তলিয়ে গেলো রাতের অন্ধকারে ।।
দুঃখী পুকুর, দাদুর জন্য গুমরে কেঁদে মরে ।
শুকিয়ে পরে চিৎকারেতে, কান্না হাহা-কারে ।।
কয়েকদিনে শুকোলো পুকুর, উঠল সেথায় বাড়ী ।
পদ্ম-দিঘী সবার সাথে কো-রেই দিল আড়ি ।।
দাদু, পুকুর আকাশ পানে ,আ-ন-ন্দেতে ভাসে ।
মাঠ-ঘাট সব একই আছে, সূর্য্যি মামা হাসে ।।