সরস্বতী মা যে আমার স্বয়ং বীণাপানি                  
               সরস্বতী বিদ্যেবতী সবাই মোরা জানি                  
           রাজহংস দাঁড়িয়ে পাশে বীণা আছে মায়ের হাতে      
           অদূশ্য কলসি থেকে বিদ্যা যে দেন দিন ও রাতে      
              মায়ের এই কলসি ভরা বিদ্যা জ্ঞানের আলো    
              জগৎ থেকে সরিয়ে দেবে অন্ধকার আর কালো ।
      
              মায়ের হাতের বীণা ভরা সা-রে-গা-মা’র সুর
                  স্বর্গ থেকে এ-সুর এলো মর্তে বহুদূর  
              মায়ের এই জ্ঞানে ভরা দেশের শিল্পী কবি
               স্বর্গ থেকে  মর্তে এলো সহজ পাঠের রবি     ।

              আমরা আজও পারিনি ছুতে মায়ের কোনো কূল
                 আমাদেরকে ভরসা দিলেন স্বয়ং নজরুল  
              যাদের দেখে জানলাম আজ বিদ্যা কিভাবে পায়
                তারা হলেন শেক্সপীয়ার আর বিধানচন্দ্র রায়
                   বিদ্যাসাগর দিলেন মোদের বর্ণপরিচয়
                  জগদীশচন্দ্র বসু করলেন বিজ্ঞান কে জয়        ।

               প্রণাম উজার করে দিলাম মায়ের রাঙা চরণে
                  আমার সকল প্রণম্যকে রাখলাম স্মরণে    
                আমরা যারা মা’কে ডাকি, ভালো ফলের মায়ায়
           মোদের যেন ভক্তি আসে, মা'গো তোমার মায়ের দয়ায়
               তোমার দয়ায় যারা মা-গো,হচ্ছি উচ্চশিক্ষিত
               তবে মোরা করছি কেন, দেশটা-কে মা ক্ষত
               কবিতা মোর দান করলাম তোমার ওই চরণে
               তোমার আশীষ নিলাম শিরে সকল সাথীজনে       ।