আজ রক্ত স্নানে মাতবে শহর
অম্লান চেয়ে দেখবে তুমি।
চোখের জলে অন্ধ হবে
তার মায়াতে ধ্বংস হবে
নতুন আলোয় রাত ফুরবে।