ভুলের বাঁকে ভুলের তরী ভুলের কথা কয়
রাতের প্রদীপ গায়ে মেখে অযুত ব্যথা সয়
একটা নদী একটা সাগর একটা আছে পথ
একটা আকাশ একটা চাঁদ একটাই আছে রথ।
প্রবাল দ্বীপের ক্ষীণ আলো নিভে ধোঁয়াশা
এই শীতেতে পড়ছে কেবল আরো কুয়াশা
এই যে দেখ বুকের ভেতর কত দুঃখ পুষি
ভানের ধরায় এই অধরে থাকে মেকি খুশি।
শাহ্জাদা আল হাবীব
২৭.০১.২০১৯