আমি বলছি না আমাকে ভোট দিতেই হবে
আমি চাই কেউ একজন আমার জন্য ভোট প্রার্থনা করুক
মানুষের দুয়ারে হেঁটে হেঁটে অসহায় ভিক্ষুকের মতো ভোট চাইতে চাইতে আমি এখন ক্লান্ত।
আমি বলছি না আমাকে ভোট দিতেই হবে
আমি চাই কেউ একজন আমার নির্বাচনী প্রচারণায় অংশ নিক
মাইলের পর মাইল পর হেঁটে মিছিল করে গলা ফাটাতে বলছি না
আমি জানি ফেসবুক, টুইটার মানুষকে মুক্তি দিয়েছে অহেতুক মৌখিক পরিশ্রম থেকে।
আমি চাই কেউ জিজ্ঞেস করুক আমার পোষ্টে লাইক, লাভ রি-এক্ট, রি-টুইট কিংবা ' সহমত ভাই ' টাইপ কমেন্ট লাগবে কি না।
রেডিমেট স্পিচ, তৈলমর্দন শিল্প আমি নিজেই ইন্টারনেট থেকে রপ্ত করে নিয়েছি।
আমি বলছি না আমাকে ভোট দিতেই হবে
আমি চাই কেউ একজন বলুক, "সৌমিত্র ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র।"
কেউ আমাকে কিছু খেতে বলুক
কামনা-বাসনার সঙ্গী না হোক; অন্তত কেউ জিজ্ঞেস করুক, "তোমার ভোট এতো কম কেন?"
শাহ্জাদা আল - হাবীব
০৪.১২.২০১৮
( নির্মলেন্দু গুণের "তোমার চোখ এতো লাল কেন " কবিতার প্যারডি।)